• ঢাকা বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
logo

ইন্দোনেশিয়ায় ২০০ ‘বাংলাদেশি’ আটক

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি অনলাইন

  ০৭ ফেব্রুয়ারি ২০১৯, ১২:৪২

ইন্দোনেশিয়ার সুমাত্রা প্রদেশের মেদান শহরে অবৈধভাবে বসবাসরত প্রায় ২০০ ‘বাংলাদেশি’ নাগরিককে আটক করেছে দেশটির পুলিশ। মঙ্গলবার তাদের আটক করা হয় বলে জানিয়েছে ভারতীয় গণমাধ্যম জাগরণ।

ওই প্রতিবেদনে বলা হয়, আটক হওয়া ২০০ লোক মেদান শহরের একটি দুই-তলা বাড়িতে বাস করছিল। আশেপাশের মানুষের কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে পুলিশ মঙ্গলবার তাদের আটক করে।

আটক হওয়াদের বেশিরভাগই ২০ বছর বয়সী। তবে তারা প্রকৃত বাংলাদেশি নাকি রোহিঙ্গা সেটা নিশ্চিত হওয়া যায়নি।

ইন্দোনেশিয়ার কর্মকর্তারা জানান, বাংলাদেশ থেকে আসা এই ব্যক্তিরা কয়েক মাস ধরে অবৈধভাবে এখানে বসবাস করছে। এই লোকেরা নৌকা দিয়ে সুমাত্রার কাছে এসেছিল এবং তাদের কোন পরিচয়পত্র নেই।

ধারণা করা হচ্ছে, আশ্রয় এবং কাজের সন্ধানে অবৈধ পথে মালয়েশিয়া যেতে চাচ্ছিল তারা। কিন্তু সরাসরি সেখানে যেতে না পারায় ইন্দোনেশিয়ায় অবস্থান করছিল।

ডি/এসএস

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মিয়ানমার থেকে দেশে ফিরলেন ১৭৩ বাংলাদেশি
মিয়ানমারের কারাগার থেকে দেশে ফিরলেন ১৭৩ বাংলাদেশি
রোহিঙ্গাদের ভোটার তালিকা চান হাইকোর্ট
বিশ্বমঞ্চে বক্সিংয়ে ইতিহাস গড়েছেন বাংলাদেশি জিন্নাত ফেরদৌস
X
Fresh