• ঢাকা বুধবার, ১৭ এপ্রিল ২০২৪, ৪ বৈশাখ ১৪৩১
logo

যুক্তরাষ্ট্রে ১০০ বছর বয়সের আগে সিগারেট নিষিদ্ধ

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি অনলাইন

  ০৬ ফেব্রুয়ারি ২০১৯, ১৬:৫৮
ছবি: আনন্দবাজার

যুক্তরাষ্ট্রের হাওয়াই অঙ্গরাজ্যে ১০০ বছর বয়স হওয়ার আগে কেউ সিগারেট কিনতে পারবে না বলে একটি বিল পাস হতে যাচ্ছে।

বুধবার প্রকাশিত একটি প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় গণমাধ্যম আনন্দবাজার। প্রচলিত আইন অনুযায়ী, অঙ্গরাজ্যটিতে ২১ বছরের কম বয়সীদের সিগারেট কেনা নিষিদ্ধ।

প্রতিবেদনটিতে বলা হয়, এই আইন পরিবর্তনের কথা ভাবছেন হাওয়াই’র ডেমোক্র্যাটিক পার্টির প্রতিনিধি রিচার্ড ক্রিগান।

তিনি সংসদে যে বিল উত্থাপন করেছেন, তাতে বলা হয়েছে, ২০২০ সালে সিগারেট কেনার ন্যূনতম বয়স নির্ধারণ করা হবে ৩০ বছর। এরপর সিগারেট কেনার ন্যূনতম বয়স ২০২১ সালে ৪০, ২০২২ সালে ৫০, ২০২৩ সালে ৬০ এবং ২০২৪ সালে ১০০ বছর করা হবে।

যুক্তরাষ্ট্রের অন্য প্রদেশগুলোর তুলনায় এই অঙ্গরাজ্যে সিগারেট সংক্রান্ত আইন বেশ কঠোর। তবু জরুরি বিভাগের চিকিৎসক রিচার্ড ক্রিগান মনে করেন না যে প্রচলিত আইন সিগারেট নিষিদ্ধ করতে যথেষ্ট। তাই তরুণ প্রজন্মকে এই ক্ষতিকর নেশা থেকে বাঁচাতে এমন উদ্যোগ গ্রহণের কথা ভাবছেন তিনি।

সিগারেটকে ‘বিশ্বের ইতিহাসে মানুষের তৈরি সবচেয়ে ভয়ানক প্রাণঘাতী বস্তু’ বলেও মনে করেন তিনি।

কে/পি

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বৈশ্বিক সমৃদ্ধি সূচকে ভারত-পাকিস্তানকে ছাড়িয়ে বাংলাদেশ
সোলসের গানে মাতলো যুক্তরাষ্ট্র
ইরানের হামলার জবাব যেভাবে দিতে পারে ইসরায়েল!
গ্লোবাল এন্টারপ্রেনারশিপ বুটক্যাম্পে যোগ দিতে যুক্তরাষ্ট্র গেলেন আস্থা গ্রুপের সিইও
X
Fresh