• ঢাকা বুধবার, ১৭ এপ্রিল ২০২৪, ৪ বৈশাখ ১৪৩১
logo

বিজেপি নির্বাচনে জিততে আমাকে ব্যবহার করেছে: আন্না হাজারে

আন্তর্জাতিক ডেস্ক

  ০৪ ফেব্রুয়ারি ২০১৯, ২৩:৪৮
ছবি: ভারতীয় গণমাধ্যম ‘নিউজ 18’

ভারতের ক্ষমতাসীন দল ভারতীয় জনতা পার্টি (বিজেপি) ২০১৪ সালের লোকসভা নির্বাচনে আমাকে ব্যবহার করেছে বলে মন্তব্য করেছেন দেশটির বিশিষ্ট সমাজসেবী আন্না হাজারে।

সোমবার প্রকাশিত এক প্রতিবেদনে একথা জানিয়েছে ভারতীয় গণমাধ্যম ‘নিউজ 18’। তিনি বলেন, এখন বিজেপিকে ক্ষমতাচ্যুত করে আম আদমি পার্টিকে ক্ষমতায় আনাই আমার একমাত্র লক্ষ্য।

গত চার বছর ধরে বিজেপি নেতৃত্বাধীন মহারাষ্ট্র সরকার মিথ্যা বলে আসছে দাবি করে এই সমাজসেবী বলেন, দেশের সাধারণ মানুষকে ইচ্ছাকৃতভাবে ভুল পথে পরিচালিত করা হচ্ছে। এই মুহূর্তে দেশে ‘একনায়কতন্ত্র’ চলছে।

বিজেপি সরকারের উদ্দেশে তিনি বলেন, ‘আর কতদিন ধরে মিথ্যার ওপর চলবে দেশ? বিজেপি শাসিত সরকার দেশের মানুষকে হতাশ করেছে। আমি যে দাবিগুলো নিয়ে অনশন করছি, সেগুলোর ৯০ শতাংশই পূরণ হয়ে গেছে বলে মিথ্যা দাবি করছে সরকার।

এই দাবিগুলো পূরণ না হলে পদ্মভূষণ পদক ফিরিয়ে দেবেন বলেও মোদি সরকারকে হুমকি দিয়েছেন আন্না হাজারে।

ভারতীয় গণমাধ্যমটির প্রতিবেদনে বলা হয়, গত বুধবার থেকে মহারাষ্ট্রের আহমেদনগর জেলার রালেগন সিদ্ধিগ্রামে কৃষকদের সমস্যার সমাধান এবং দুর্নীতি-বিরোধী ন্যায়পাল সংস্থা লোকায়ুক্ত নিয়োগের দাবিতে অনশন করছেন আন্না হাজারে।

কে/এমকে

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ভারতে মাওবাদী নেতাসহ নিহত ২৯
ভারত সিরিজের জন্য বাংলাদেশের দল ঘোষণা
ভারতে যাচ্ছেন আরও ৫০ বিচারক
বৈশ্বিক সমৃদ্ধি সূচকে ভারত-পাকিস্তানকে ছাড়িয়ে বাংলাদেশ
X
Fresh