• ঢাকা বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
logo

বিহারে জুতো-মোজা পরে পরীক্ষার হলে ঢোকা নিষিদ্ধ

আন্তর্জাতিক ডেস্ক

  ০৪ ফেব্রুয়ারি ২০১৯, ২২:৩৬
ছবি: ভারতীয় গণমাধ্যম ‘নিউজ 18’

ভারতের বিহারে জুতো ও মোজা পরে পরীক্ষার হলে ঢোকা নিষিদ্ধ ঘোষণা করেছে রাজ্যটির সেকেন্ডারি এডুকেশন বোর্ড।

সোমবার প্রকাশিত এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় গণমাধ্যম ‘নিউজ 18’। এতে বলা হয়, পরীক্ষার হলে পরীক্ষার্থীরা কোনোভাবেই জুতো ও মোজা পরে ঢুকতে পারবেন না। জুতো ও মোজা পরে এলেও হলে ঢোকার আগে তা খুলে ঢুকতে হবে।

অনেক সময় পরীক্ষার্থীকে জুতো বা মোজার ভেতরে নকল নিয়ে পরীক্ষায় হলে ঢুকতে দেখা যায়। তাই কর্তৃপক্ষ এই সিদ্ধান্ত নিয়েছে বলে উল্লেখ করা হয়েছে গণমাধ্যমটিতে প্রকাশিত এই প্রতিবেদনে।

প্রতিবেদনটিতে বলা হয়, পরীক্ষার হলে ঢোকার আগে প্রত্যেক পরীক্ষার্থীকে কমপক্ষে দুবার সার্চ করা হবে। পোশাকের কোথাও নকল লুকিয়ে রাখা আছে কিনা তা খতিয়ে দেখা হবে।

আরও বলা হয়, পরীক্ষার হলে মোবাইল পুরোপুরি নিষিদ্ধ। শুধু পরীক্ষার্থীরা নয়, শিক্ষকেরাও পরীক্ষার হলে মোবাইল ব্যবহার করতে পারবেন না।

বিহার সেকেন্ডারি এডুকেশন বোর্ডের চেয়ারম্যান আনন্দ কিশোর জানান, নকল রুখতে সবরকম পদক্ষেপ নেয়া হচ্ছে।

কে/এমকে

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বাতাসেই ভেঙে পড়ল সেতু
অবৈধভাবে ভারতে গিয়ে আটক ১৩ জনকে দেশে ফেরত
ভারতের রাষ্ট্রপতির কাছ থেকে পদ্মশ্রী নিলেন রেজওয়ানা চৌধুরী বন্যা  
ভারত-পাকিস্তান সিরিজ প্রসঙ্গে রোহিতের সঙ্গে সুর মেলালেন আফ্রিদি
X
Fresh