• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

চীনে গাধা রপ্তানি করবে পাকিস্তান

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি অনলাইন

  ০৩ ফেব্রুয়ারি ২০১৯, ২২:১১

বিশ্বের তৃতীয় শীর্ষ গাধা উৎপাদনকারী দেশ পাকিস্তান এবার চীনে গাধা রপ্তানি করতে যাচ্ছে। এই বাণিজ্যের মাধ্যমে লাখ লাখ ডলার আয়ের প্রত্যাশা করছে তারা। ভারতীয় গণমাধ্যম দ্য টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে এসব তথ্য তুলে ধরা হয়েছে।

চীনে গাধার দাম অনেক বেশি। দেশটিতে প্রাণিটির চামড়া থেকে অত্যন্ত দামি ওষুধ তৈরি করা হয়। এ ধরনের ওষুধ রোগ প্রতিরোধ ব্যবস্থাকে অনেক শক্তিশালী করে বলে চীনের মানুষরা বিশ্বাস করে।

বর্তমানে গাধা উৎপাদনে শীর্ষে আছে চীন। তারপরও চাহিদার তুলনায় এই প্রাণি তাদের দেশে নেই। এ কারণে তৃতীয় শীর্ষ গাধা উৎপাদনকারী দেশ পাকিস্তান থেকে প্রাণিটি আমদানির পরিকল্পনা করছে চীন সরকার।

এদিকে জিও নিউজ জানায়, খাইবার পাখতুন প্রদেশের পশুসম্পদ বিভাগের কর্মকর্তা বলেছেন, পাকিস্তানে গাধার খামার তৈরিতে বেশ আগ্রহ দেখিয়েছে চীনা প্রতিষ্ঠানগুলো। এ কারণে বিভিন্ন বিদেশি প্রতিষ্ঠান ৩০০ কোটি ডলার বিনিয়োগের আগ্রহ দেখিয়েছে।

বলা হচ্ছে, গাধা রপ্তানির প্রথম ধাপে পাকিস্তান থেকে ৮০ হাজার গাধা চীনে পাঠানো হবে। পরবর্তী ধাপে এই সংখ্যা আরও বাড়তে পারে।

ডি/এমকে

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
পেঁয়াজ রপ্তানিতে ভারতের নিষেধাজ্ঞার পরও কমেছে দাম
আবারও নেতৃত্বে ফিরছেন বাবর আজম!
হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি শুরু
হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ
X
Fresh