• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

আবারও হাসপাতালে নওয়াজ শরিফ

আন্তর্জাতিক ডেস্ক

  ০৩ ফেব্রুয়ারি ২০১৯, ১২:৪২

কারাবন্দি পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফকে আবারও হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্নীতির দায়ে সাত বছর সাজা পাওয়া নওয়াজকে শনিবার হাসপাতালে নেয়া হয়।

খবরে বলা হয়েছে, লাহোরের কোট লাখপাত কারাগার থেকে একটি সরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে নওয়াজকে। সেখানে তার মেডিকেল চেকআপ করা হচ্ছে।

লাহোরের একজন শীর্ষ সরকারি কর্মকর্তা বলেছেন, নওয়াজ শরিফকে জেল থেকে হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। তার বাবাকে জেল থেকে হাসপাতালে স্থানান্তরের বিষয়টি নিশ্চিত করেছেন নওয়াজের মেয়ে মরিয়ম নওয়াজ।

চিকিৎসকদের ছয় সদস্যের একটি টিমের পরামর্শেই নওয়াজ শরিফকে হাসপাতালে পাঠানো হয়েছে।

নওয়াজের বেশ কিছু শারীরিক অসুস্থতা দেখা দিয়েছে। গত বছরের জুলাই মাসেও অসুস্থতার কারণে নওয়াজকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। দুর্নীতির অভিযোগে কারাভোগ করছেন এই সাবেক প্রধানমন্ত্রী। যদিও তিনি তার বিরুদ্ধে আনা সব ধরনের অভিযোগ অস্বীকার করে আসছেন।

গত বছর তাকে প্রধানমন্ত্রী হিসেবে অযোগ্য ঘোষণা করে দেশটির সর্বোচ্চ আদালত। তিনি তিনবার দেশের প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হয়েছেন। সর্বশেষ গত বছর নির্বাচনে অংশ নিতে দেশে ফেরার পরই তাকে গ্রেপ্তার করা হয়।

আরো পড়ুন:

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
চাকরির সুযোগ দেবে ইবনে সিনা, নেবে একাধিক
খালেদা জিয়ার শারীরিক অবস্থার অবনতি, নেওয়া হচ্ছে হাসপাতালে
আবারও নেতৃত্বে ফিরছেন বাবর আজম!
ইসলামিয়া চক্ষু হাসপাতালে চাকরির সুযোগ
X
Fresh