• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

গভর্ণর পৌঁছার পরেই ধসে পড়লো চার্চের ছাদ

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি অনলাইন

  ১১ ডিসেম্বর ২০১৬, ০৯:৪৬

নাইজেরিয়ার দক্ষিণ পূর্বাঞ্চলীয় ইউওয়াইও শহরের নির্মাণাধীন চার্চের ছাদ ধসে মারা গেছেন অন্তত ৬০ জন। আহত হয়েছেন আরো অনেকে। নিহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

আকবা আইবোম রাজ্যের গভর্ণর উদোম ইমানুয়েল জানিয়েছেন, রেইনার্স বাইবেল চার্চে যাজকের অভিষেক অনুষ্ঠানে হঠাৎ ছাদ ধসে ওই প্রাণহানির ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীদের একজন জানান, রাজ্য গভর্ণর অনুষ্ঠানস্থলে পৌঁছার ২০ মিনিট পর নির্মাণাধীন চার্চের ছাদ ধসে পড়ে। এসময় সেখানে শতাধিক উপাসক উপস্থিত ছিলেন।

রাজ্য গভর্ণরের মুখপাত্র জানান, দুর্ঘটনা তদন্ত করবে রাজ্য সরকার। এ হতাহতের ঘটনায় গভীর শোক জানিয়েছেন নাইজেরিয়ার প্রেসিডেন্ট মোহাম্মাদু বুহারি। নিম্নমানের উপকরণ ও ভবন তৈরিতে নিয়মকানুন না মানায় নাইজেরিয়ায় প্রায়ই ভবন ধসের ঘটনা ঘটে।



এফএস/এস

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
X
Fresh