• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

বিহারে ট্রেন লাইনচ্যুত হয়ে ৬ জনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক

  ০৩ ফেব্রুয়ারি ২০১৯, ০৮:৫৮

ভারতের বিহারের হাজিপুরের কাছে রেল দুর্ঘটনায় ছয় জনের মৃত্যু হয়েছে। দিল্লিগামী সীমাঞ্চল এক্সপ্রেসের ৯টি বগি লাইনচ্যুত হলে ওই ব্যক্তিরা নিহত হন।

বিহার রেলের সূত্র জানিয়েছে, স্থানীয় সময় রোববার ভোর ৩.৫৮ মিনিট নাগাদ এই দুর্ঘটনাটি ঘটে।

রেল মন্ত্রণালয় সূত্রে জানানো হয়েছে, বরাউনি শোনপুর থেকে রিলিফ ট্রেন ইতোমধ্যেই হাজিপুরের দিকে রওনা দিয়েছে।

এই দুর্ঘটনায় অসংখ্য ব্যক্তি গুরুতর আহত হয়েছেন। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, উদ্ধার কাজ শুরু হলে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।

রেল সূত্রে খবর, যোগবাণী-আনন্দবিহার টার্মিনাল সীমাঞ্চল এক্সপ্রেসের যাত্রীদের রাত ৩.৫৮ মিনিট নাগাদ মারাত্মক একটা শব্দে ঘুম ভেঙে যায়। সেই সময়ই শাহাদাই বুজুর্গের কাছে ট্রেনটি লাইনচ্যুত হয়ে পড়ে।

শোনপুর ডিভিশন সূত্র জানিয়েছে, রাত ৩.৫২ মিনিট নাগাদ মেহনার রোড দিয়ে ট্রেনটি যাচ্ছিল। তার কিছুক্ষণ পরই এই দুর্ঘটনাটি ঘটেছে।

শোনপুর ও বরাউনি থেকে চিকিৎসকের দল ঘটনাস্থলে পৌঁছে গিয়েছেন। কেন্দ্রীয় রেলমন্ত্রী পীযুষ গোয়াল একটি টুইটে এই দুর্ঘটনার কথা জানিয়েছেন। ত্রাণ কাজ শুরু হয়েছে বলেও টুইট করেছেন তিনি।

এদিকে মারাত্মক এই দুর্ঘটনার পর শোকপ্রকাশ করেছেন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার।

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
কক্সবাজারে ঈদ স্পেশাল ট্রেন লাইনচ্যুত
রাজধানীতে যমুনা এক্সপ্রেস ট্রেন লাইনচ্যুত
ব্রাহ্মণবাড়িয়ায় মালবাহী ট্রেন লাইনচ্যুত, বন্ধ আপলাইন
চার ঘণ্টা পর ব‌গি উদ্ধার, ট্রেন চলাচল স্বাভা‌বিক
X
Fresh