• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

শ্রীলঙ্কায় ৭৩ ভারতীয় গ্রেপ্তার

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি অনলাইন

  ০২ ফেব্রুয়ারি ২০১৯, ২২:১৮
ছবি: ইন্ডিয়া টুডে

শ্রীলঙ্কান কর্তৃপক্ষ এই বছর ভিসা সংক্রান্ত নিয়ম লঙ্ঘনের দায়ে ৭৩ ভারতীয়কে গ্রেপ্তার করেছে।

শনিবার শ্রীলঙ্কার সরকারি কর্মকর্তারা এই তথ্য জানান বলে জানিয়েছে ভারতের শীর্ষস্থানীয় গণমাধ্যম এনডিটিভি।

এদিন রাজধানী কলম্বো থেকে প্রায় ৬০ কিলোমিটার দূরবর্তী মাতুগামার একটি ফ্যাক্টরিতে কর্মরত ৪৯ ভারতীয় নাগরিককে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন দেশটির ‘ইমিগ্রেশন অ্যান্ড এমিগ্রেশন ডিপার্টমেন্ট’র কর্মকর্তারা।

তারা জানান, এসব ভারতীয়ের ভিসার মেয়াদ শেষ হয়ে গেছে। গত মাসে মেয়াদ শেষ হয়ে যাওয়ায় ইনগিরিয়ার একটি ফ্যাক্টরিতে কর্মরত আরও ২৫ ভারতীয়কে গ্রেপ্তার করা হয়। তাদেরকে মিরিহানার অভিবাসন আটক কেন্দ্রে পাঠানো হয়েছে।

আনুষ্ঠানিকতা শেষে তাদেরকে ভারতে পাঠানো হবে বলেও জানান লঙ্কান সরকারি কর্মকর্তারা।

কে/পি

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বিমানবন্দরে প্রকৌশলী নিহত : সেই বাসচালক গ্রেপ্তার
ভারতের লোকসভা নির্বাচনে প্রথম ধাপে ভোটদানের রেকর্ড
বিমানবন্দরের বাউন্ডারি ভেঙে বাসচাপায় প্রকৌশলী নিহত, চালক গ্রেপ্তার 
গ্রেপ্তারি পরোয়ানা জারির সিদ্ধান্ত নেতানিয়াহুর বিরুদ্ধে 
X
Fresh