• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

‘আমরা হিলারিকে জয়ী করব’

অনলাইন ডেস্ক
  ২৮ জুলাই ২০১৬, ১৩:২৬

যুক্তরাষ্ট্রের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে হিলারিকে জয়ী করার ঘোষণা দিলেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়ায় ডেমোক্রেটিক পার্টির জাতীয় সম্মেলনে তিনি এ ঘোষণা দেন।

তিনি বলেন, আমি আত্মবিশ্বাসের সঙ্গে বলতে পারি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে হিলারি ক্লিনটনের চেয়ে অধিক যোগ্য কোনো পুরুষ বা নারী নেই।

ওবামা তাঁর ভাষণে প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে হিলারির প্রশংসা করেছেন। সে সাথে রিপাবলিকান পার্টির প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের সমালোচনা করেন।

কনভেনশনের সমাপণী দিনের বক্তব্যে যুক্তরাষ্ট্রের ভবিষ্যৎ সম্পর্কে আশাবাদী মনোভাব প্রকাশ করেছেন ওবামা।

মঙ্গলবার হিলারি ক্লিনটনকে আনুষ্ঠানিকভাবে প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে মনোনয়ন দিয়েছে তাঁর দল ডেমোক্রেটিক পার্টি। এর ফলে দেশটির ২৪০ বছরের ইতিহাসে ডেমোক্রেটিক পার্টি থেকে প্রথম একজন নারী প্রেসিডেন্ট প্রার্থী মনোনয়ন দেয়া হলো।

চলতি বছরের নভেম্বরে অনুষ্ঠেয় প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্পের বিরুদ্ধে লড়বেন হিলারি।

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
X
Fresh