• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

ট্রাম্প প্রশাসনকে আলোচনায় আন্তরিক মনে হচ্ছে: তালেবান

আন্তর্জাতিক ডেস্ক

  ০২ ফেব্রুয়ারি ২০১৯, ১৫:৫৪

আফগানিস্তানের তালেবান বলেছে, দেশটির যুদ্ধ অবসানের লক্ষ্যে যে আলোচনা শুরু হয়েছে তাতে মার্কিন প্রশাসনকে আন্তরিক মনে হচ্ছে।

তালেবান মুখপাত্র জবিউল্লাহ মুজাহিদ গতকাল শুক্রবার বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, নীতিগত অবস্থানের ওপর একটি সমঝোতা হয়েছে। এখন যুক্তরাষ্ট্র যদি এ সমঝোতা বাস্তবায়ন করে এবং তারা যদি সততার সঙ্গে পদক্ষেপ নেয় ও সমঝোতার ওপর টিকে থাকে তাহলে ইনশাল্লাহ আফগানিস্তানে মার্কিন দখলদারিত্বের অবসান হবে।

জবিউল্লাহ মুজাহিদ খানিকটা জোর দিয়েই বলেন, দেখে মনে হচ্ছে ট্রাম্প প্রশাসন বেশ আন্তরিক।

তালেবান মুখপাত্র দাবি করেন, আফগানিস্তান থেকে মার্কিন সেনা প্রত্যাহার করা হলে ইসলামী শাসন ব্যবস্থা কায়েমের পথ খুলে যাবে। এ নিয়ে বিভিন্ন রাজনৈতিক শক্তির সঙ্গে আলোচনা করা হবে বলেও তিনি জানান।

তালেবান এককভাবে ক্ষমতা দখল করতে চায় বলে যে অভিযোগ করা হচ্ছে তা তিনি নাকচ করেন। জবিউল্লাহ মুজাহিদ বলেন, কাবুল সরকার সহযোগিতা করলে কোনও যুদ্ধ কিংবা দ্বন্দ্বের প্রয়োজন হবে না।

তিনি জানান, আগামী ২৬ ফেব্রুয়ারি কাতারের রাজধানী দোহায় আমেরিকার সঙ্গে পরবর্তী আলোচনা অনুষ্ঠিত হবে।

আরও পড়ুন

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
যুক্তরাষ্ট্র থেকে আরও ১৩০ কোটি ডলারের অস্ত্র কিনছে ইসরায়েল
জাতিসংঘে ফিলিস্তিনের সদস্যপদ আটকে দিল যুক্তরাষ্ট্র
ইরানের ওপর নতুন নিষেধাজ্ঞা দিলো যুক্তরাষ্ট্র
যুক্তরাষ্ট্র ক্রিকেটের দায়িত্বে বাংলাদেশের বিশ্বকাপজয়ী সাবেক কোচ
X
Fresh