• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

ভারতে বেকারত্বের হার গত ৪৫ বছরে সর্বাধিক

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি অনলাইন

  ৩১ জানুয়ারি ২০১৯, ২৩:৪৫
প্রতীকী ছবি

ভারতে বর্তমানে বেকারত্বের যে হার, তা গত ৪৫ বছরে সর্বাধিক। বৃহস্পতিবার (৩১ জানুয়ারি) প্রকাশিত এক প্রতিবেদনে সরকারি একটি সমীক্ষার বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে ভারতীয় গণমাধ্যম দ্য টাইমস অব ইন্ডিয়া।

এতে বলা হয়, লোকসভা নির্বাচনের ঠিক আগে এই রিপোর্ট নিঃসন্দেহে অস্বস্তিতে ফেলবে নরেন্দ্র মোদির সরকারকে।

এতে বলা হয়েছে, এই সময়ে দেশের বেকারত্বের হার ৬.১%, যা ১৯৭২-৭৩ সালের পর সর্বাধিক। দেশটির শহরাঞ্চলে বেকারত্বের হার ৭.৮% এবং গ্রামাঞ্চলে এই হার ৫.৩%।

২০১৭ সালের জুন থেকে ২০১৮ সালের জুন মাস পর্যন্ত সমীক্ষাটি চালিয়েছে জাতীয় নমুনা সমীক্ষা দপ্তর (ন্যাশনাল স্যাম্পেল সার্ভে অফিস)।

সরকারি অনুদানপ্রাপ্ত ন্যাশনাল স্ট্যাটিসটিক্যাল কমিশনের প্রধান পিসি মোহন জানিয়েছেন, চাকরি সংক্রান্ত এই তথ্য ডিসেম্বরে প্রকাশ করার কথা থাকলেও তা প্রকাশ করা হয়নি বলে তিনি ও তাঁর সহকর্মী জে মীনাক্ষী খুবই অসন্তুষ্ট।

অন্যান্য সরকারি সংস্থার চাপ থাকার কারণেই এমনটা হয়েছে বলেও অভিযোগ করেন তিনি।

ভারতীয় গণমাধ্যমটির প্রতিবেদনে বলা হয়েছে, মোদি সরকারের রাতারাতি বিমুদ্রাকরণের সিদ্ধান্তের পর এই প্রথম দেশের কর্মসংস্থান পরিস্থিতি নিয়ে একটি পূর্ণাঙ্গ রিপোর্ট হওয়ায় এটি যথেষ্ট তাৎপর্যপূর্ণ।

কে/পি

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মোদির বিরুদ্ধে ইসিতে ২০ হাজার নাগরিকের চিঠি
পাকিস্তানে নয়, ‘হাইব্রিড’ মডেলেই চ্যাম্পিয়নস ট্রফি খেলতে চায় ভারত
সমুদ্রের বেআইনি কার্যকলাপ রুখতে যৌথ উদ্যোগ ভারত ও ওমানের
সিলেটে পাওয়া যাবে আইসিসি অনুমোদিত বাংলা ব্যাট
X
Fresh