• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

বিদেশি সৈন্যরা আফগানিস্তান থেকে চলে যাবে: আফগান প্রেসিডেন্ট

আন্তর্জাতিক ডেস্ক

  ২৮ জানুয়ারি ২০১৯, ২২:৫০
ছবি: সংগৃহীত

সশস্ত্র গোষ্ঠী তালেবানদের একটি মূল দাবি অনুসারে আফগানিস্তান থেকে বিদেশি সৈন্যরা চলে যাবে বলে জানালেন দেশটির প্রেসিডেন্ট আশরাফ গনি।

সোমবার টেলিভিশনে প্রচারিত একটি বক্তৃতায় তিনি একথা জানান বলে জানিয়েছে কাতার-ভিত্তিক গণমাধ্যম আল জাজিরা।

আশরাফ গনি বলেন, একটি আন্তর্জাতিক চুক্তির ভিত্তিতে ভবিষ্যতে বিদেশি সৈন্যদের প্রয়োজন পড়বে না। কোনও আফগান তার দেশে দীর্ঘমেয়াদে বিদেশি সৈন্যদের উপস্থিতি দেখতে চায় না।

তিনি বলেন, প্রয়োজনের ভিত্তিতেই বিদেশি সৈন্যরা ছিল এবং এখন প্রয়োজন শেষ হয়েছে এবং একটি যথাযথ ও পরিকল্পিত পরিকল্পনা অনুসারে আমরা তাদের সংখ্যা শূন্যতে নামিয়ে আনার চেষ্টা করছি।

কাতারে যুক্তরাষ্ট্র এবং তালেবান কর্মকর্তাদের ছয় দিনের বৈঠক শনিবার শেষ হওয়ার পর আফগান প্রেসিডেন্ট এসব কথা জানালেন।

সোমবার যুক্তরাষ্ট্র সরকারের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা রয়টার্স সংবাদ সংস্থাকে বলেন, ১৭ বছরের যুদ্ধ শেষে আফগানিস্তান থেকে বিদেশি সৈন্য সরিয়ে নিতে প্রতিশ্রুতিবদ্ধ হয়েছে ওয়াশিংটন।

তবে দোহাতে বিদেশি সৈন্য সরিয়ে নেয়ার বিষয়ে তালেবান নেতাদের সঙ্গে অনুষ্ঠিত বৈঠককে খুব বেশি তাৎপর্যপূর্ণ বলতে নারাজ তিনি। কারণ অস্ত্রবিরতির জন্য আরও অনেক বিষয়ে সমঝোতা প্রয়োজন।

কাবুলে অবস্থানরত এই কর্মকর্তা বলেন, অবশ্যই আমরা আফগানিস্তানে স্থায়ীভাবে সামরিক বাহিনীর উপস্থিতি দেখতে চাই না। আমাদের লক্ষ্য হলো আফগানিস্তানে শান্তি ফিরিয়ে আনতে সহযোগিতা করা।

তিনি আরও বলেন, আমরা ভবিষ্যতে আফগানিস্তানের সঙ্গে পার্টনারশিপ করতে চাই। আমরা চাই দেশটি যেন একটি ভালো মানের উত্তরাধিকার পায়।

এই আমেরিকান কর্মকর্তা বিশেষভাবে জোর দিয়ে বলেন, অস্ত্রবিরতি ছাড়া কোনও সৈন্য সরিয়ে নেয়া হবে না।

কে/এমকে

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
টিকটক নিষিদ্ধে বিল পাস যুক্তরাষ্ট্রের
বিশ্ববাজারে কমলো জ্বালানি তেলের দাম
ইসরায়েলবিরোধী বিক্ষোভে উত্তাল মার্কিন বিশ্ববিদ্যালয়গুলো, গণগ্রেপ্তার
যুক্তরাষ্ট্র থেকে দেশে আসা গাঁজার চকলেট-কেক জব্দ, গ্রেপ্তার ৩
X
Fresh