• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

পেরুতে বিয়ের অনুষ্ঠান চলাকালে ভূমিধসে নিহত ১৫

আন্তর্জাতিক ডেস্ক

  ২৮ জানুয়ারি ২০১৯, ০৯:০০

পেরুর দক্ষিণ-পূর্বাঞ্চলে একটি ভূমিধসের ঘটনায় অন্তত ১৫ জন নিহত হয়েছেন। দেশটির কর্মকর্তারা জানিয়েছেন, যখন এই ভূমিধসের ঘটনা ঘটে তখন সেখানকার একটি হোটেলে বিয়ের অনুষ্ঠান চলছিল।

খবরে বলা হয়েছে, মাটি ও পাথরের চাপে হোটেলের ছাদ ও দেয়ালে গর্ত হয়ে যায়। ওই সময় হোটেলটির ভেতরে থাকা অতিথিরা নাচছিল।

কর্মকর্তারা জানিয়েছেন, ওই ভূমিধসের পর ধ্বংসস্তূপ থেকে ২৯ জনকে আহতাবস্থায় টেনে বের করেছেন তারা। তারা বলছেন, রোববার আন্দিয়ান পার্বত্য এলাকায় অবস্থিত আবানকেতে ওই ভূমিধসের ঘটনা ঘটেছে।

স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, ওই এলাকায় ভারি বর্ষণের মধ্যে ভূমিধসের ঘটনা ঘটে।

পেরুর জাতীয় বেসামরিক প্রতিরক্ষা ইন্সটিটিউট (ইনদেচি)-র প্রধান জর্জ শাভেজ স্থানীয় গণমাধ্যমকে বলেন, ওই ঘটনার সময় আলহামব্রা হোটেলে প্রায় ১০০ জন অতিথি ছিলেন।

তিনি বলেন, ধারণা করা হচ্ছে ধসে পড়া একটি দেয়ালের কাছাকাছি ছিলেন প্রায় ৫০ জন ব্যক্তি।

এদিকে ওই দুর্ঘটনার পর উদ্ধারের যে ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছে ইনদেচি, তাতে দেখা গেছে ধ্বংসস্তুপ থেকে মানুষজনদের বের করে স্ট্রেচারে করে সরিয়ে নেয়া হচ্ছে।

আবানকের মেয়র গুইদো চাহুয়াইল্লা বলেছেন, আটকে পড়াদের উদ্ধারে অভিযানকারীরা তাদের সর্বোচ্চ চেষ্টা করেছেন। তিনি বলেন, আহত ব্যক্তিদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ইন্দোনেশিয়ায় ভূমিধসে ১৫ জনের মৃত্যু
রোলেক্স পরে বিপাকে পেরুর প্রেসিডেন্ট, বাসভবনে পুলিশের হানা
বন্যা-ভূমিধসে ইন্দোনেশিয়ায় ২৬ প্রাণহানি
যে কারণে অনন্ত আম্বানির বিয়ের অনুষ্ঠানে যাননি তারা
X
Fresh