• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

অর্থের অভাবে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন থেকে সরে দাঁড়ালেন ওজেডা

আন্তর্জাতিক ডেস্ক

  ২৬ জানুয়ারি ২০১৯, ২১:৫৮
ছবি: সিএনএন

অর্থের অভাবে যুক্তরাষ্ট্রের ২০২০ সালের প্রেসিডেন্ট নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিলেন ডেমোক্র্যাটিক পার্টির সম্ভাব্য প্রার্থী রিচার্ড ওজেডা।

শুক্রবার তিনি এক ফেসবুক পোস্টে এই ঘোষণা দেন বলে জানিয়েছে দেশটির শীর্ষস্থানীয় গণমাধ্যম সিএনএন।

ওজেডা পোস্টটিতে লেখেন, সবশেষ বিষয় হলো আমার পক্ষে নির্বাচনী প্রচারণার জন্য যারা কাজ করছেন, তাদের কাছ থেকে সংগৃহীত অর্থের সাহায্যে প্রতিযোগিতায় টিকে থাকা সম্ভব না। কিন্তু আমি আপনাদের জানাতে চাই যে আমার লড়াই এখানেই শেষ না।

তিনি আরও লেখেন, হয়ত গণমাধ্যমকে আকৃষ্ট করার মতো অর্থ আমার নেই, কিন্তু আমি শ্রমিকদের সমস্যা নিয়ে কথা বলে যাবো।

ওজেডা প্রেসিডেন্ট নির্বাচনের প্রচারণা চালানোর জন্য তার স্টেট সিনেট আসনটি ছেড়ে দেয়ার ১০ দিন পর এই ঘোষণা দিলেন।

ফরাসি বার্তা সংস্থা এএফপি’র খবরে বলা হয়, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জন্য সামরিক বাহিনীর সাবেক সদস্য ওজেডা কঠিন প্রতিপক্ষ হবেন বলে ধারণা করা হচ্ছিল।

সাবেক এই প্যারাট্রুপার এবং ওয়েস্ট ভার্জিনিয়ার আইনপ্রণেতা ২০১৬ সালে ট্রাম্পের পক্ষে ভোট দেন। কিন্তু খুব দ্রুতই তিনি ট্রাম্পের ওপর ক্ষুব্ধ হয়ে ওঠেন। এরপর তিনি ডেমোক্র্যাটিক দলে ফিরে আসার জন্য শ্রমিকদের পক্ষে ব্যাপক প্রচারণা শুরু করেন।

ইতোমধ্যে ওয়েস্ট ভার্জিনিয়ার রিপাবলিকান গভর্নর জিম জাস্টিস ওজেডার আসনে পল হার্ডেস্টিকে নিয়োগের ঘোষণা দিয়েছেন।

আরও পড়ুন

কে/এমকে

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
টিকটক নিষিদ্ধে বিল পাস যুক্তরাষ্ট্রের
বিশ্ববাজারে কমলো জ্বালানি তেলের দাম
ইসরায়েলবিরোধী বিক্ষোভে উত্তাল মার্কিন বিশ্ববিদ্যালয়গুলো, গণগ্রেপ্তার
যুক্তরাষ্ট্র থেকে দেশে আসা গাঁজার চকলেট-কেক জব্দ, গ্রেপ্তার ৩
X
Fresh