• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

আমেরিকান সৈন্য সরিয়ে নিতে সমঝোতায় যুক্তরাষ্ট্র-তালেবান

আন্তর্জাতিক ডেস্ক

  ২৫ জানুয়ারি ২০১৯, ২১:৩৪
ছবি: দ্য নিউ ইয়র্ক টাইমস

আফগানিস্তানে আল কায়েদার মতো সন্ত্রাসী গোষ্ঠীগুলোর কার্যক্রম চালানোর অনুমোদন না দেয়ার শর্তে দেশটি থেকে সৈন্য সরিয়ে নিতে তালেবানের সঙ্গে সমঝোতা চুক্তির চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে যুক্তরাষ্ট্র।

বৃহস্পতিবার তালেবান কর্মকর্তা এবং পশ্চিমা কূটনীতিকরা এই তথ্য জানান বলে জানিয়েছে দ্য নিউ ইয়র্ক টাইমস।

কাতারের দোহায় আমেরিকান শান্তিদূত জালমায় খালিলজাদের নেতৃত্বে একদল প্রতিনিধি এবং তালেবান কর্মকর্তাদের চার দিনের ফেস-টু-ফেস বৈঠকের পর সমঝোতা চুক্তির বিষয়টি সামনে এলো।

তবে কত দিনের মধ্যে কতজন আমেরিকান সৈন্য আফগানিস্তান থেকে সরিয়ে নেয়া হবে এবং আরও অনেক বিষয় এখনও অস্পষ্ট আছে।

এদিকে আফগান কর্মকর্তারা প্রকাশ্যে এই চুক্তির সমালোচনা না করলেও তারা বলেছেন, যুদ্ধ সমাপ্তি সংক্রান্ত চূড়ান্ত কোনও সমঝোতা চুক্তি হয়, সেটা হবে আফগানিস্তানের সরকার সঙ্গে তালেবানের।

বেশিরভাগ পর্যবেক্ষকের মতে, যুক্তরাষ্ট্রের সমর্থন ছাড়া তালেবানের বিরুদ্ধে দাঁড়াতে পারবে না আফগান সৈন্যরা। তাই যুক্তরাষ্ট্র সৈন্য সরিয়ে নেয়ার পর আফগানিস্তানে কোনও ঝামেলা হলে তালেবানকে ছাড় না দেয়ার বিষয়টি বৈঠকে স্পষ্ট করেছে বলেই মনে করা হচ্ছে।

কাবুলে বসবাসকারী সাবেক তালেবান কর্মকর্তা সায়েদ আকবার আগা বলেন, যুক্তরাষ্ট্রের সৈন্য সরিয়ে নেয়ার পর আফগানিস্তানে কোনও সন্ত্রাসী ঘাঁটি হবে না এই প্রতিজ্ঞার বিনিময়ে সমঝোতায় সম্মত হয়েছেন আমেরিকান সমঝোতাকারী।

দ্রুতই এ সংক্রান্ত একটি ঘোষণা আশা করছেন বলে জানিয়েছেন কাবুলে অবস্থানরত পশ্চিমা কূটনীতিকরা।

অবশ্য একজন তালেবান কর্মকর্তা চার দিনের বৈঠকের বিষয়টি স্বীকার করলেও চূড়ান্ত কোনও চুক্তির কথা নিশ্চিত করেনি। এই বিষয়ে আনুষ্ঠানিক বিবৃতি প্রকাশ করা হবে এবং এর অপেক্ষায় থাকার জন্য বলেন তিনি।

কে/এসএস

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
‘বাংলাদেশে মুক্ত গণতন্ত্র বাস্তবায়নে চেষ্টা অব্যাহত রাখবে যুক্তরাষ্ট্র’
যুক্তরাষ্ট্রে সেতু দুর্ঘটনা : দুই মরদেহ উদ্ধার
নিজের ডেকে আনা পুলিশের গুলিতে প্রাণ গেল বাংলাদেশি তরুণের 
বাংলাদেশের সঙ্গে অংশীদারিত্বে যুক্তরাষ্ট্র গর্বিত : ব্লিঙ্কেন
X
Fresh