• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

ট্রাম্পের চিঠি পেয়ে 'দারুণ খুশি' কিম

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি অনলাইন

  ২৪ জানুয়ারি ২০১৯, ২২:৩৫

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চিঠি পেয়ে ‘দারুণ খুশি’ হয়েছেন উত্তর কোরিয়ার শীর্ষ নেতা কিম জং উন। নিজেদের দ্বিতীয় বৈঠকের আগে কিমকে এ চিঠি দিয়েছেন ট্রাম্প। উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে দ্য হ্যানসো ইন্ডিয়া।

উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম কেসিএনএ জানায়, কিম জং উন বলেছেন প্রেসিডেন্ট ট্রাম্প যা ভাবছেন তাতে আমাদের বিশ্বাস আছে। আমরা বিশ্বাস এবং আগ্রহ নিয়ে তার সঙ্গে সাক্ষাতের জন্য অপেক্ষা করছি।

গণমাধ্যমটি আরও জানায়, এ বৈঠকের জন্য কিম ‘ভালো প্রস্তুতি’ নিচ্ছেন। এছাড়া দেশ দুটি তাদের লক্ষ্য অর্জনের পথে ‘ধীরে ধীরে’ এগিয়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন উত্তর কোরিয়ার নেতা।

এদিকে গত শনিবার ট্রাম্প বলেন, এ বৈঠকের স্থান নির্ধারণ করা হয়েছে। অবশ্য এ ব্যাপারে তিনি বিস্তারিত কিছু জানাননি। তবে ফেব্রুয়ারিতে বৈঠকটি অনুষ্ঠিত হতে যাচ্ছে বলে হোয়াইট হাউস নিশ্চিত করেছে।

এর আগে গত জুনে সিঙ্গাপুরে প্রথম বৈঠক করেন ট্রাম্প-কিম। ওই বৈঠকে তারা একটি অস্পষ্ট চুক্তি স্বাক্ষর করেন। এই চুক্তিতে কিম কোরীয় উপদ্বীপের পরমাণু নিরস্ত্রীকরণের কাজ এগিয়ে নেয়ার প্রতিশ্রুতি দেন।

ডি/এমকে

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
জাতিসংঘে ফিলিস্তিনের সদস্যপদ আটকে দিল যুক্তরাষ্ট্র
ইরানের ওপর নতুন নিষেধাজ্ঞা দিলো যুক্তরাষ্ট্র
যুক্তরাষ্ট্র ক্রিকেটের দায়িত্বে বাংলাদেশের বিশ্বকাপজয়ী সাবেক কোচ
ইরানের হামলার জবাব কীভাবে দেবে ইসরায়েল, জানাল যুক্তরাষ্ট্র
X
Fresh