• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

জি-77 এর নেতৃত্বে ফিলিস্তিন, ইসরায়েলের সমালোচনা

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি অনলাইন

  ১৬ জানুয়ারি ২০১৯, ২৩:৫৬

উন্নয়নশীল দেশগুলোর সংগঠন জি-৭৭ এর সভাপতির দায়িত্ব নিয়েছেন ফিলিস্তিনি স্বায়ত্তশাসন কর্তৃপক্ষের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস। মঙ্গলবার জাতিসংঘ সদরদপ্তরে মিশর আনুষ্ঠানিকভাবে এ সংগঠনের দায়িত্ব ফিলিস্তিনের কাছে হস্তান্তর করে। পার্সটুডের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

ওই প্রতিবেদনে বলা হয়, জাতিসংঘের অধীনে সবচেয়ে বড় সংগঠন এটি। জি-৭৭ এর সভাপতিত্ব পাওয়াকে বিরাট দায়িত্ব বলে মন্তব্য করেছেন মাহমুদ আব্বাস। তিনি বলেন, ফিলিস্তিনি জনগণের পক্ষে তিনি এ দায়িত্ব বিনয়ের সঙ্গে পালন করে যাবেন।

এছাড়া সংগঠনের দায়িত্ব নেয়ার সময় মাহমুদ আব্বাস ইসরায়েলের ‘দখলদারিত্ব’ নীতির সমালোচনা করেন। তিনি বলেন, ইসরায়েলের কারণে মধ্যপ্রাচ্যের সব জনগণের উন্নয়ন বাধাগ্রস্ত হচ্ছে।

প্রসঙ্গত, জি-৭৭ হচ্ছে চীন এবং উন্নয়নশীল ১৩৪টি দেশের সংগঠন যা ১৯৬৪ সালে প্রতিষ্ঠিত হয়। প্রাথমিকভাবে এ সংগঠনে ৭৭টি সদস্য দেশ ছিল। তবে বর্তমানের এর সদস্য দেশ ১৩৪টি এবং এটি বিশ্বের শতকরা ৮০ ভাগ মানুষের প্রতিনিধিত্ব করে।

ডি/জেএইচ

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
হামাসের অবস্থানগুলোতে হামলা চালাতে অগ্রসর হচ্ছে ইসরায়েলি বাহিনী
ইসরায়েলি হামলায় আরও ৭৯ ফিলিস্তিনি নিহত
ইসরায়েলে একাধিক ক্ষেপণাস্ত্র হামলা হিজবুল্লাহর
ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিলো আরও একটি দেশ
X
Fresh