• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

যেভাবে ব্রেক্সিট ভোট দিতে যান অন্তঃসত্ত্বা টিউলিপ

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি অনলাইন

  ১৬ জানুয়ারি ২০১৯, ২২:১৬

ব্রেক্সিট ভোট দিতে ব্রিটিশ এমপি অন্তঃসত্ত্বা টিউলিপ সিদ্দিক সন্তান জন্মদানের তারিখ পিছিয়েছিলেন। খবরটি বিশ্বজুড়ে বেশ আলোচিত হয়েছে। এ কারণে স্বাভাবিকভাবেই তাকে ঘিরে আগ্রহ তৈরি হয়েছে পাঠকদের মনে।

অনেকেই কৌতূহলবশত জানতে চেয়েছেন, এমন জটিল মুহূর্তে কীভাবে ভোট দিতে গেছেন টিউলিপ। পাঠকদের এই আগ্রহ মেটাতে টিউলিপের ভোট দিতে যাওয়ার একটি ভিডিও প্রকাশ করেছে যুক্তরাজ্যভিত্তিক গণমাধ্যম ডেইলি মেইল।

ওই ভিডিওতে দেখা যায়, হুইল চেয়ারে করে ব্রেক্সিট ভোট দিতে আসেন তিনি। এসময় হুইলচেয়ারটি অন্য একজন ঠেলে নিয়ে আসে। এসময় কয়েকজনের সঙ্গে তাকে কথা বলতেও দেখা যায়।

ভোট দেয়া সম্পর্কে তিনি বলেন, এটা খুবই অর্থপূর্ণ এবং আমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ভোট। আমি ভাবতেই পারছিলাম না যে, এটা মিস করবো। ডাক্তার বলেছিলেন, এই সময়টায় আমার হাসপাতালে থাকা প্রয়োজন। কিন্তু আমি ডাক্তারকে ফোন করে পুরো বিষয়টি বলেছি।

টিউলিপ আরও বলেন, এটা আমার জন্য অনেক বড় একটা সিদ্ধান্ত ছিল। আমি কোনোভাবেই এটাকে হালকাভাবে নিইনি।

ডি/পি

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
শেখ হাসিনাকে অভিনন্দন জানালেন ব্রিটিশ এমপিরা
X
Fresh