• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

‘পরমাণু চুক্তি থেকে ইরান বেরিয়ে গেলে ইউরোপের ক্ষতি’

আন্তর্জাতিক ডেস্ক

  ১৬ জানুয়ারি ২০১৯, ১২:২২

পাশ্চাত্যের সঙ্গে স্বাক্ষরিত পরমাণু সমঝোতা থেকে তেহরান বেরিয়ে গেলে ইউরোপ ক্ষতিগ্রস্ত হবে। এমনটাই বলেছেন ইরানের পররাষ্ট্র সম্পর্ক বিষয়ক কৌশলগত পরিষদের চেয়ারম্যান ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী কামাল খাররাজি।

এসময় দ্বিপক্ষীয় সম্পর্কের ভবিষ্যৎ নির্ধারণের জন্য ইরান ও ইউরোপীয় দেশগুলোর মধ্যে ব্যাপকভিত্তিক আলোচনারও আহ্বান জানিয়েছেন তিনি।

ইরান সফররত নরওয়ের থিংক ট্যাংক ‘নরফ’-এর একটি প্রতিনিধিদলের সঙ্গে বৈঠকে তিনি এই আহ্বান জানান। খাররাজি বলেন, ইরান পরমাণু সমঝোতা থেকে বেরিয়ে গেলে তা মধ্যপ্রাচ্যসহ ইউরোপের নিরাপত্তার ওপর নেতিবাচক প্রভাব ফেলবে যা ইউরোপীয় দেশগুলোর জন্য সুখকর হবে না।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ইউরোপ বিষয়ক নীতিকে অত্যন্ত বিপজ্জনক বলেও আখ্যায়িত করেছেন ইরানের সাবেক এই পররাষ্টমন্ত্রী। তিনি বলেন, যুক্তরাষ্ট্র পূর্ব ও পশ্চিম ইউরোপের মধ্যে ফাটল তৈরির চেষ্টা করার পাশাপাশি ব্রেক্সিট পরিকল্পনার প্রতি সমর্থন জানিয়েছে। একইসঙ্গে ওয়াশিংটনের উসকানিতে ইউরোপে উগ্রবাদী চিন্তাধারার প্রসার ঘটেছে বলেও খাররাজি মন্তব্য করেন।

আরও পড়ুন

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সিরিয়ায় বিমান হামলায় ইরানের কমান্ডারসহ নিহত ১৩
ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দিচ্ছে ইউরোপের ৪ দেশ
জিম্মি জাহাজে অভিযানে মালিকপক্ষের আপত্তি
২০৩২ সাল পর্যন্ত জিএসপি সুবিধা পেতে আয়ারল্যান্ডের সমর্থন চান প্রধানমন্ত্রী
X
Fresh