• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

সিঙ্গাপুর-লন্ডনের ফ্লাইটে বিনা ভাড়ায় ভ্রমণ?

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি অনলাইন

  ১৫ জানুয়ারি ২০১৯, ২২:৫২
ছবি: সংগৃহীত

সিঙ্গাপুর থেকে লন্ডন পর্যন্ত ১৪ ঘণ্টার ফ্লাইটে এক যাত্রী বিনা ভাড়ায় ভ্রমণ করেছেন। তাও আবার বিজনেস ক্লাস সেকশনে! তবে শেষ রক্ষা হয়নি। ১২ ঘণ্টা পর ধরা পড়ে কেবিন ক্রুর হাতে।

গতকাল সোমবার প্রকাশিত এক প্রতিবেদনে যুক্তরাজ্যের গণমাধ্যম বিসিসি জানায়, গত সোমবার সিঙ্গাপুর এয়ারলাইনসের একটি ফ্লাইটে ভ্রমণ করা এই যাত্রী কোনও মানুষ নয়, একটি শালিক পাখি।

এক সপ্তাহ আগের এই ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন এয়ারলাইন্সটির একজন মুখপাত্র। ফেসবুকে পোস্ট হওয়া একটি ভিডিওতে দেখা যায়, একজন ফ্লাইট অ্যাটেন্ড্যান্ট পাখিটিকে ধরার চেষ্টা করলে এটি সামনের একটি আসনের ওপর গিয়ে বসে।

এই মুখপাত্রের বরাত দিয়ে সিঙ্গাপুরের সংবাদপত্র দ্য স্ট্রেইটস টাইমস জানায়, কয়েকজন যাত্রীর সহায়তায় শেষপর্যন্ত পাখিটি ধরে ফেলেন কেবিন ক্রু। পরে পাখিটিকে লন্ডনের হিথ্রো বিমানবন্দর কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়।

সিঙ্গাপুরের চ্যাঙ্গি বিমানবন্দর থেকে কিভাবে পাখিটি মেইন কেবিনে ঢুকলো, তা এখনও জানা যায়নি। প্রথম ১২ ঘণ্টা পাখিটি কোথায় লুকিয়ে ছিল, তা জানা যায়নি।

কে/পি

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সিঙ্গাপুর থেকে স্বল্পমেয়াদে এলএনজি সরবরাহে নীতিগত অনুমোদন দিল সরকার 
চিকিৎসার জন্য সিঙ্গাপুরে সোহেল রানা
হজযাত্রীদের টিকিট ভোগান্তি নিয়ে বিমানমন্ত্রীর হুঁশিয়ারি
লন্ডনে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি নাট্যনির্মাতার মৃত্যু
X
Fresh