• ঢাকা বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
logo

কলকাতায় কুকুরছানা পিটিয়ে মারার ভিডিও ভাইরাল, থানায় মামলা

আন্তর্জাতিক ডেস্ক

  ১৫ জানুয়ারি ২০১৯, ১৭:৩৬
ছবি: সংবাদ প্রতিদিন

ভারতের পশ্চিমবঙ্গের কলকাতার নীলরতন সরকার(এনআরএস) মেডিকেল কলেজ ও হাসপাতালে ১৬টি কুকুরছানাকে পিটিয়ে হত্যার ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে মামলা হয়েছে।

সোমবার প্রকাশিত এক প্রতিবেদনে ভারতীয় গণমাধ্যম নিউজ ১৮ জানায়, এন্টালি থানায় মামলাটি করা হয়।

পুলিশ সূত্রের বরাত দিয়ে গণমাধ্যমটি জানায়, পশুকে মারধর এবং তথ্য লোপাটের ধারায় এই মামলা করা হয়েছে ৷ এছাড়া ঘটনাটি তদন্তের জন্য হাসাপাতালের ডেপুটি সুপার দ্বৈপায়ন বিশ্বাসের নেতৃত্বে তিন সদস্যের একটি কমিটি গঠন করেছে এনআরএস কর্তৃপক্ষ৷

দ্বৈপায়ন বিশ্বাস বলেছেন, ঘটনার সঙ্গে জড়িতদেরকে বহিষ্কারের সুপারিশ করবে তদন্ত কমিটি৷ ভিডিও ফুটেজে দেখে কুকুরছানাদেরকে কোথায় পেটানো হচ্ছে তা চিহ্নিত করেছেন তদন্ত কমিটির সদস্যরা ৷ পুলিশকেও জায়গাটি দেখানো হবে।

এদিকে ময়নাতদন্তের জন্য মৃত কুকুরছানাগুলোকে বেলগাছিয়া পশু হাসপাতালে পাঠানো হয়েছে। শুধু লাঠি দিয়ে পিটিয়েই তাদেরকে খুন করা হয়েছে নাকি বিষ খাইয়ে মারার চেষ্টা করা হয়েছে সেটিও খতিয়ে দেখা হবে ৷

রোববার দুপুর দেড়টার দিকে হাসপাতাল চত্বরে সাদা বস্তা নিয়ে আসেন দুই নারী ৷ বস্তাটি তারা হাসপাতালটির সেন্টিনারি বিল্ডিংয়ের সামনে ফেলে দেন। পরে বস্তাটির মধ্য থেকে উদ্ধার করা হয় ১৬টি কুকুরছানার মরদেহ৷

সংবাদ প্রতিদিন জানায়, কীভাবে ও কেন কুকুরছানাদের এমন পরিণতি হলো তার উত্তর মিলেছে ভাইরাল হওয়া একটি ভিডিওতে। এতে দেখা যায়, দুই নারী লাঠি দিয়ে কুকুরছানাদের মারছেন।

আরও পড়ুন

কে/এমকে

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বাতাসেই ভেঙে পড়ল সেতু
অবৈধভাবে ভারতে গিয়ে আটক ১৩ জনকে দেশে ফেরত
ভারতের রাষ্ট্রপতির কাছ থেকে পদ্মশ্রী নিলেন রেজওয়ানা চৌধুরী বন্যা  
পশ্চিমবঙ্গের বসিরহাটে সম্প্রীতির অনন্য নজির
X
Fresh