• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

সুদানে সরকার বিরোধী বিক্ষোভে নিহত ২৪

আন্তর্জাতিক ডেস্ক

  ১৩ জানুয়ারি ২০১৯, ১২:২৭

সুদানে সরকার বিরোধী বিক্ষোভে এখন পর্যন্ত ২৪ জন নিহত হয়েছেন। শনিবার দেশটির একজন কর্মকর্তা বলেছেন, গত মাসে ওই বিক্ষোভ শুরু হওয়ার পর এসব ব্যক্তির মৃত্যু হয়। যদিও কীভাবে তাদের মৃত্যু হয়েছে সে ব্যাপারে কিছু বলেননি ওই কর্মকর্তা।

পাউরুটির দাম বৃদ্ধির প্রতিবাদে গত বছরের ১৯ ডিসেম্বর সুদানের বিভিন্ন স্থানে বিক্ষোভ শুরু হয়। পরে সেই বিক্ষোভ দেশজুড়ে ছড়িয়ে পড়ে এবং বিক্ষোভকারীরা এখন প্রেসিডেন্ট ওমর আল-বশিরের পদত্যাগ দাবি করছে।

সহিংসতা তদন্তে সুদানের কৌঁসুলি অফিসের গঠিত প্যানেলের প্রধান আমের ইব্রাহিম বলেন, ১৯ ডিসেম্বর থেকে এখন পর্যন্ত সব মিলিয়ে ২৪ জন নিহত হয়েছে।

এর আগে কর্তৃপক্ষ জানিয়েছিল, বিক্ষোভ শুরু হওয়ার পর দুজন নিরাপত্তা কর্মকর্তাসহ ২২ জন নিহত হয়েছেন।

ইব্রাহিম বলেন, গাদারাফের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও দুজন বিক্ষোভকারী মারা গেলে মৃতের সংখ্যা বেড়ে ২৪ জন হয়েছে।

তবে বিক্ষোভকারীদের মৃত্যুর কারণ সম্পর্কে বিস্তারিত কিছু বলেননি ওই কর্মকর্তা।

এদিকে অধিকার গ্রুপগুলো বলছে, মৃতের সংখ্যা সরকারি হিসাবের চেয়েও বেশি। হিউম্যান রাইটস ওয়াচ জানিয়েছে, ওই বিক্ষোভ শুরু হওয়ার পর শিশু ও মেডিকেল কর্মীসহ কমপক্ষে ৪০ জন নিহত হয়েছে।

আরো পড়ুন:

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
দায়িত্বরত অবস্থায় ট্রাফিক পুলিশের মৃত্যু
নোয়াখালীতে ‘হিটস্ট্রোকে’ শিক্ষার্থীর মৃত্যু
ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ভ্যানচালকের মৃত্যু
দুবাইয়ে সড়ক দুর্ঘটনায় ছাত্রলীগ নেতার মৃত্যু
X
Fresh