• ঢাকা বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
logo

এবার পোল্যান্ডে হুয়াওয়ে’র চীনা কর্মীসহ দুজন আটক

আন্তর্জাতিক ডেস্ক

  ১১ জানুয়ারি ২০১৯, ১৮:১০
গত মাসে পোল্যান্ডের রাজধানী ওয়ারশতে চালু করা হুয়াওয়ে’র প্রথম স্টোরের উদ্বোধনী অনুষ্ঠান। ছবি: দ্য নিউ ইয়র্ক টাইমস

পোল্যান্ডে সাইবার ব্যবসার নামে গুপ্তচরবৃত্তির অভিযোগে টেক জায়ান্ট হুয়াওয়ে’র এক কর্মী এবং একজন পোলিশ নাগরিককে আটক করা হয়েছে।

শুক্রবার প্রকাশিত এক প্রতিবেদনে পোলিশ গণমাধ্যমের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে যুক্তরাজ্যের বার্তা সংস্থা রয়টার্স।

এতে বলা হয়েছে, চীনা টেলিকম পণ্য নির্মাণকারী কোম্পানিটির বিরুদ্ধে পশ্চিমা দেশগুলোর সমালোচনা নিয়ে সৃষ্ট বিতর্ক আরও তীব্র হবে।

এর আগে কোম্পানিটির প্রতিষ্ঠাতা রেন ঝেংফেই’র মেয়ে এবং প্রতিষ্ঠানটির প্রধান অর্থনৈতিক কর্মকর্তা মেং’কে আটক করে কানাডা কর্তৃপক্ষ।

যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থাগুলোর অভিযোগ, চীনের সরকারের সঙ্গে সংযোগ আছে হুয়াওয়ে টেকনোলোজিস কোম্পানিজ লিমিটেডের [এইচডব্লিউটি.ইউএল]।

কোম্পানিটির পণ্যে চীনা সরকারি গুপ্তচরদের জন্য ‘ব্যাকডোর’ থাকতে পারে বলেও সন্দেহ তাদের। তবে প্রকাশ্যে এখনও কোনও প্রমাণ দেখায়নি তারা।

এদিকে কোম্পানিটি বারবার এই অভিযোগ অস্বীকার করে আসছে। কিন্তু এনিয়ে সমালোচনা বেড়েই চলেছে কিছু পশ্চিমা দেশে।

এসব দেশের টেলিকম নেটওয়ার্কে হুয়াওয়ে’র পণ্য ব্যবহার করার অনুমোদন দেবে কিনা তা তদন্ত করে দেখছে কর্তৃপক্ষ।

পোল্যান্ডের সরকারি টিভি চ্যানেল টিভিপি জানিয়েছে, নিরাপত্তা বাহিনী হুয়াওয়ে’র স্থানীয় অফিসগুলোতে তল্লাশি চালিয়েছে।

এছাড়া পোল্যান্ডের টেলিকমস রেগুলেটর ‘অফিস অব ইলেক্ট্রনিক কমিউনিকেশনস’ এবং টেলিকমস ফার্ম ‘অরেঞ্জ পোলস্কা’র অফিসগুলোতে তল্লাশি চালানো হয়েছে।

হুয়াওয়ে একটি বিবৃতিতে বলেছে, আমরা এই বিষয়ে অবগত আছি এবং বিষয়টি তদন্ত করছি। এখন আমরা এই বিষয়ে কোনও মন্তব্য করবো না।

হুয়াওয়ে যে দেশে ব্যবসা করে, সেই দেশের সব প্রযোজ্য আইন ও বিধি মেনে চলে বলেও বিবৃতিটিতে উল্লেখ করা হয়।

অরেঞ্জ পোলস্কা একটি বিবৃতিতে জানিয়েছে, নিরাপত্তা সংস্থা মঙ্গলবার তাদের এক কর্মীকে আটক করেছে কিন্তু তিনি কে তা এখনও নিশ্চিত হতে পারেনি কোম্পানিটি।

এই কর্মীর পেশাগত কাজের সঙ্গে নিরাপত্তা সংস্থার তদন্তের কোনও সম্পর্ক আছে কিনা তা কোম্পানিটি জানে না এবং কর্তৃপক্ষ চাইলে তাদের সহযোগিতা অব্যাহত রাখবে বলেও এতে উল্লেখ করা হয়।

এই ঘটনায় পোল্যান্ডের অফিস অব ইলেক্ট্রনিক কমিউনিকেশনসের তাৎক্ষণিক মন্তব্য পাওয়া যায়নি বলে জানিয়েছে যুক্তরাজ্যের বার্তা সংস্থাটি।

পোল্যান্ডের রাষ্ট্রীয় বার্তা সংস্থা পিএপি দেশটির বিশেষ সংস্থার উপ-প্রধান ম্যাসিয়েজ ওয়াসিকের বরাত দিয়ে জানিয়েছে, তাদেরকে তিন মাসের জন্য আটক করা হয়েছে।

আরো পড়ুন:

কে/এমকে

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বিশ্ববাজারে কমলো জ্বালানি তেলের দাম
ইসরায়েলবিরোধী বিক্ষোভে উত্তাল মার্কিন বিশ্ববিদ্যালয়গুলো, গণগ্রেপ্তার
যুক্তরাষ্ট্র থেকে দেশে আসা গাঁজার চকলেট-কেক জব্দ, গ্রেপ্তার ৩
‘শ্রম আইন নিয়ে টালবাহানা করছে যুক্তরাষ্ট্র’
X
Fresh