• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

রয়টার্সের দুই সাংবাদিকের সাজা বহাল

আন্তর্জাতিক ডেস্ক

  ১১ জানুয়ারি ২০১৯, ১৫:৫৮

মিয়ানমারে রোহিঙ্গা নিপীড়নের তথ্য সংগ্রহের সময় গ্রেপ্তার হয়ে সাজাপ্রাপ্ত রয়টার্সের দুই সাংবাদিকের সাত বছরের সাজার রায় বহাল রেখেছে দেশটির আপিল আদালত। তাদের সাজার বিরুদ্ধে আপিল আবেদন শুক্রবার খারিজ করে দিয়েছেন মিয়ানমারের হাইকোর্ট। খবর রয়টার্সের।

বিচারক অং নাইং তার রায়ে বলেছেন, নিজেদের নির্দোষের স্বপক্ষে যথেষ্ট প্রমাণ উপস্থাপনে তারা ব্যর্থ হয়েছেন।

তিনি বলেন, তাদের জন্য এটা উপযুক্ত শাস্তি। তারা সাংবাদিকতার নৈতিকতা মেনে চলেননি। আর ফাঁদে ফেলে গ্রেপ্তার করার যে অভিযোগ তারা করেছেন সে বিষয়েও আদালত নিশ্চিত হতে পারেনি।

রয়টার্সের ওই দুই সাংবাদিক এখন এই রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আপিল করতে পারবেন। ওই আদালত যে রায় দেবেন সেটাই হবে চূড়ান্ত সিদ্ধান্ত।

আদালতের রায়ের পর বার্তা সংস্থা রয়টার্সের প্রধান সম্পাদক স্টেফেন এক বিবৃতিতে বলেন, ওয়া লোন এবং কিয়াও সো ও’র ওপর যেসব নিপীড়ন চালোনে হচ্ছে আজকের রায় সেসব অন্যায়ের একটি। তারা এখনও কারাগারে থাকার একটাই কারণ, যারা ক্ষমতায় আছে তারা সত্যের মুখ বন্ধ করতে চাইছে।

গত সেপ্টেম্বরে জজ আদালতে দুই সাংবাদিকের সাজার রায়ের পর বিশ্বজুড়ে সমালোচনার ঝড় উঠে। মানবাধিকার ও সংবাদপত্রের স্বাধীনতা নিয়ে কাজ করা বিভিন্ন সংগঠন মিয়ানমারে সংবাদমাধ্যমের স্বাধীনতা নিয়ে প্রশ্ন তোলে।

উল্লেখ্য, রাষ্ট্রীয় গোপনীয়তা আইন লঙ্ঘনের অভিযোগে দোষী সাব্যস্ত করে গত বছর রয়টার্সের দুই সাংবাদিক ওয়া লোন (৩২) এবং কিয়াও সো ও (২৮)-কে ওই সাজা দেন একজন জেলা জজ।

আরো পড়ুন:

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
এক চুমুতে আড়াই বছরের জেল!
রাতেই যেসব জেলায় ৬০ কিলোমিটার বেগে ঝড়ের আশঙ্কা
উপজেলা নির্বাচনে ভোটকেন্দ্র নির্ধারণে ইসির নির্দেশনা
এক পা নিয়ে জন্ম নিলো শিশু, পরিবারের পাশে জেলা প্রশাসন
X
Fresh