• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

আফগানিস্তানে তালেবান হামলায় নিহত ৩২

আন্তর্জাতিক ডেস্ক

  ১১ জানুয়ারি ২০১৯, ১৫:১২

আফগানিস্তানের কর্তৃপক্ষ জানিয়েছে, দেশটির চারটি প্রদেশে নিরাপত্তা চৌকি লক্ষ্য করে তালেবান হামলায় অন্তত ৩২ জন নিহত হয়েছে। তারা বলছে, বৃহস্পতিবার চালানো ওই হামলায় নিহত ব্যক্তিরা নিরাপত্তা বাহিনী ও সরকারপন্থী মিলিশিয়া সদস্য। খবর ইন্ডিয়ান এক্সপ্রেসের।

খবরে বলা হয়েছে, আফগানিস্তানের কুন্দুজ, বাঘলান, তাকহার ও বাদঘিস প্রদেশে ওই হামলা চালানো হয়।

কুন্দুজের কালা-ই-জাল জেলার প্রধান আহমাদ ফাহিম কারলুক বলেছেন, নিরাপত্তা চৌকি লক্ষ্য করে তালেবানদের একটি বড় দল হামলা চালায়। এতে সেনা ও পুলিশসহ ১০ জন নিহত হয় এবং আহত হয় আরও ১১ জন। কারলুক বলেন, ওই হামলায় ২৫ জন তালেবান যোদ্ধা নিহত হয়েছে।

আর প্রতিবেশী বাঘলান ও তাকহার প্রদেশের কর্মকর্তারা জানিয়েছেন, সেখানে তালেবানদের হামলায় সরকারপন্থী ১৬ মিলিশিয়া সদস্য নিহত হয়েছে। তারা বলছেন, ওই হামলায় অনেক তালেবান যোদ্ধাও নিহত হয়েছে।

এমন এক সময় এই হামলার ঘটনা ঘটলো যখন তালেবানদের সঙ্গে শান্তি আলোচনায় বসার তোড়জোড় চলছে। এরইমধ্যে যুক্তরাষ্ট্রের বিশেষ প্রতিনিধি জালমি খলিলজাদ তালেবানদের সঙ্গে তিন দফা আলোচনায় বসেছিল। তবে চতুর্থ দফার আলোচনা শুরু হওয়ার আগে তালেবানরা তা বাতিল করে দেয়।

আরো পড়ুন:

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সংসদ সদস্যের গাড়িতে হামলা, যুবক আটক
কেন ইরানের ইস্পাহানকেই টার্গেট করল ইসরায়েল 
ইরানে বিস্ফোরণ: মার্কিন গণমাধ্যম বলছে ইসরায়েল হামলা করেছে
ইসরায়েলি হামলার প্রতিশোধের বিষয়ে যা জানাল ইরান
X
Fresh