• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

ভারতের ওপর নজরদারি করতে পারবে চীনের নতুন রাডার

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি অনলাইন

  ১০ জানুয়ারি ২০১৯, ২৩:২৯

আধুনিক প্রযুক্তির নতুন এক রাডার তৈরি করেছে চীন। এই রাডার দিয়ে ভারতের মতো বিশাল অঞ্চলকে নজরদারির মধ্যে রাখতে পারবে তারা। দ্য ইকোনোমিক টাইমসের এক প্রতিবেদনে এই খবর জানানো হয়েছে।

ওই প্রতিবেদনে বলা হয়, চীনের তৈরি এ রাডার দিয়ে দেশটির নৌবাহিনী নিজ এলাকার সামুদ্রিক অঞ্চলে নজর রাখতে সক্ষম হবে। পাশাপাশি শত্রুর জাহাজ, বিমান বা ক্ষেপণাস্ত্র চীনের জন্য কোনও হুমকি হয়ে দেখা দিচ্ছে কীনা সে নজরদারিও চালানো যাবে।

এদিকে পার্সটুডের এক প্রতিবেদনে বলা হয়, চীনা বিজ্ঞান একাডেমি (সিএএস) এবং চীনা প্রকৌশল একাডেমির (সিএই) সদস্য লিউ ইয়ংতান দেশটির রাডার প্রযুক্তির উন্নয়ন ঘটিয়েছেন। এছাড়া ভারতের মতো বিশাল অঞ্চলের ওপর চীনা নৌবাহিনীর অব্যাহত নজরদারি বজায় রাখার সুবিধার্থে ক্ষুদ্রাকৃতির রাডারও তিনি তৈরি করেছেন।

আগের রাডার প্রযুক্তি ব্যবহার করে চীন নিজ নৌ-অঞ্চলের মাত্র ২০ শতাংশের ওপর নজর রাখতে পারতো। কিন্তু নতুন প্রযুক্তির কল্যাণে দেশটি তার নিজের পুরো নৌ-অঞ্চলের ওপর নজর রাখতে সক্ষম হবে বলে জানিয়েছেন লিউ।

চীনের প্রতি অবদানের স্বীকৃতি স্বরূপ গত মঙ্গলবার লিউ এবং অপর এক সামরিক বিজ্ঞানী কিয়ান কিহুকে ১০ লাখ ডলারের বেশি পুরস্কার হিসেবে দিয়েছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং।

ডি/এমকে

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মোদির বিরুদ্ধে ইসিতে ২০ হাজার নাগরিকের চিঠি
ডিএনসিসির সঙ্গে চীনের আনহুই প্রদেশের সমঝোতা স্মারক সই
পাকিস্তানে নয়, ‘হাইব্রিড’ মডেলেই চ্যাম্পিয়নস ট্রফি খেলতে চায় ভারত
সমুদ্রের বেআইনি কার্যকলাপ রুখতে যৌথ উদ্যোগ ভারত ও ওমানের
X
Fresh