• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

ইরান থেকে আবারও তেল আমদানি তুরস্কের

আন্তর্জাতিক ডেস্ক

  ০৯ জানুয়ারি ২০১৯, ১০:১৬

ইরান থেকে আবারও অপরিশোধিত জ্বালানি তেল আমদানি শুরু করেছে প্রতিবেশী দেশ তুরস্ক। ইরানের ওপর কঠোর নিষেধাজ্ঞা দেয়ার পর যুক্তরাষ্ট্র যেসব দেশকে ইরান থেকে তেল কেনার জন্য বিশেষ ছাড় দিয়েছে তার মধ্যে তুরস্কও রয়েছে। খবর পার্সটুডের।

তুরস্ক জানিয়েছে, ইরান থেকে বছরে ৩০ লাখ টন তেল কেনার অনুমোদন দিয়েছে আমেরিকা। সে হিসেবে তুরস্ক ইরান থেকে প্রতিদিন ৬০ হাজার ব্যারেল তেল নিতে পারবে। পরমাণু সমঝোতা থেকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বেরিয়ে গিয়ে ইরানের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেন।

এর আগে ইরান থেকে প্রতিদিন দুই লাখ ব্যারেল তেল কিনতো তুরস্ক। তবে নিষেধাজ্ঞা আরোপের আগে থেকেই তুরস্ক ইরান হতে তেল কেনা কমিয়ে দেয়।

নভেম্বর মাসে তুরস্কের তেল কেনার পরিমাণ শূন্যের কোঠায় ছিল। ডিসেম্বর মাসে তুরস্ক ইরান থেকে দুটি ট্যাংকারে করে ৫৪ হাজার ব্যারেল তেল নিয়েছে। কয়েকটি সূত্র মতে, জানুয়ারি মাসে তুরস্ক ইরান থেকে আরও এক কার্গো ভর্তি তেল পাচ্ছে।

ইরান থেকে তেল কেনার ক্ষেত্রে তুরস্ক ছাড়া আরও কয়েকটি দেশ মার্কিন ওই নিষেধাজ্ঞার বাইরে রয়েছে। এগুলোর মধ্যে রয়েছে ভারত, জাপান, চীন, ইতালি, গ্রিস ও তাইওয়ান।

এ/পি

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সিরিয়ায় বিমান হামলায় ইরানের কমান্ডারসহ নিহত ১৩
তুরস্কে খেলোয়াড় ও সমর্থকদের মারামারি, ফিফার কড়া হুঁশিয়ারি
তুরস্কে অভিবাসী নৌকা ডুবি, ৭ শিশুসহ নিহত ২২
রোহিঙ্গাদের মিয়ানমারে প্রত্যাবাসনে বাংলাদেশকে সমর্থন দিয়ে যাবে তুরস্ক
X
Fresh