• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

চীনের স্কুলে হামলায় ২০ শিশু আহত

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি অনলাইন

  ০৮ জানুয়ারি ২০১৯, ২১:২৬

চীনের বেইজিংয়ে একটি প্রাইমারি স্কুলে হামলায় ২০ জন শিশু আহত হয়েছে। দেশটির কর্মকর্তাদের বরাত দিয়ে বিবিসি জানায়, স্থানীয় সময় সকাল ১১টায় হাতুড়ি হাতে হামলা চালায় এক ব্যক্তি। এতে আহত হয় ওই শিশু শিক্ষার্থীরা।

বেইজিংয়ের জুয়াংজু নরমাল স্কুলে এই হামলা চালানো হয়। দেশটির সামাজিক যোগাযোগ মাধ্যম উইবোতে হামলার বিষয়টি নিশ্চিত করে পোস্ট দিয়েছে জিচেং জেলা কর্তৃপক্ষ। একই সঙ্গে আহত তিন শিশুর অবস্থা গুরুতর বলেও জানায় তারা।

এরই মধ্যে অভিযুক্ত হামলাকারীকে গ্রেপ্তার করা হয়েছে। তবে ঠিক কী উদ্দেশ্য নিয়ে সে হামলা চালিয়েছে তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে, হামলাকারী ব্যক্তি আগে স্কুলটিতে একজন রক্ষণাবেক্ষণ কর্মী হিসেবে কাজ করতো।

এদিকে জিচেং জেলার পক্ষ থেকে বলা হয়েছে, হামলার কারণ অনুসন্ধানে অন্য সরকারি কর্তৃপক্ষের সঙ্গে কাজ করবে তারা।

এর আগে গত শুক্রবার চীনের অন্য একটি স্কুলে ছুরি নিয়ে হামলা চালায় এক ব্যক্তি। এতে ১২ শিশু আহত হয়।

আরো পড়ুন:

ডি/এমকে

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
হাসপাতালের কার্ডিয়াক আইসিইউ পুড়ে ছাই, রক্ষা পেল ৭ শিশু
ইসরায়েলি হামলার প্রতিশোধের বিষয়ে যা জানাল ইরান
শিশুখাদ্যে অতিরিক্ত চিনির বিষয়টি ব্যাখ্যা দিলো নেসলে
রাজধানীর শিশু হাসপাতালে আগুন
X
Fresh