• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

চীন সফরে কিম, লক্ষ্য ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক

  ০৮ জানুয়ারি ২০১৯, ১৫:৫৭

চীন সফরে গিয়েছেন উত্তর কোরিয়ার নেতা কিম জং উন। এক বছরের মধ্যে চতুর্থবার চীন সফরে গেলেন উত্তর কোরীয় নেতা।

উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের আমন্ত্রণে ৭ থেকে ১০ জানুয়ারির এ রাষ্ট্রীয় সফরে কিমের সঙ্গে স্ত্রী রি সোল-জু এবং উত্তর কোরিয়ার বেশ কয়েকজন উর্ধ্বতন কর্মকর্তা রয়েছেন। খবর বিবিসির।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সম্ভাব্য দ্বিতীয় শীর্ষ বৈঠকের মধ্যস্থতার মধ্যেই উত্তরের শীর্ষ নেতার এ অঘোষিত বেইজিং সফর আন্তর্জাতিক মহলও নজর রাখছে।

গত বছরও কিম কোনও ধরনের ঘোষণা ছাড়াই চীন সফরে গেছেন। সেক্ষেত্রে প্রতিবারই চীন পৌঁছে বা উত্তর কোরিয়া ফিরে আসার পর উভয় দেশ কিমের সফরের বিষয়ে আনুষ্ঠানিক বিবৃতি দিয়েছে।

কিম সোমবার সশস্ত্র-সুসজ্জিত ব্যক্তিগত ট্রেনে স্ত্রী নিয়ে চড়ে বসার পরই তার চীন সফর নিয়ে গুঞ্জন শুরু হয়।

এদিকে দক্ষিণ কোরিয়ার কয়েকটি গণমাধ্যম জানিয়েছে, আজ মঙ্গলবার কিমের ৩৫তম জন্মদিন। যদিও পিয়ংইয়ং কখনই তার জন্ম তারিখ বা বয়স নিশ্চিত করেনি।

উত্তর কোরিয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ মিত্র হচ্ছে চীন। উভয় দেশের মধ্যে বাণিজ্য ও সহযোগিতার সম্পর্কও বেশ জোরালো।

উল্লেখ্য, গত বছরের জুনে সিঙ্গাপুরে ট্রাম্পের সঙ্গে ঐতিহাসিক বৈঠকের আগেও চীন সফর করেছিলেন কিম।

আরো পড়ুন:

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ভারতের পররাষ্ট্র সচিবের ঢাকা সফর স্থগিত
ইসরায়েলের বিরুদ্ধে ইরান একাই যথেষ্ট : চীন
বনানীতে চালু হলো চীনা ভিসা সেন্টার
নির্মাণাধীন ভবন থেকে পড়ে চীনা নাগরিকের মৃত্যু
X
Fresh