• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

পশ্চিমবঙ্গের বর্ধমানে একচোখা বাছুর পূজা

আন্তর্জাতিক ডেস্ক

  ০৮ জানুয়ারি ২০১৯, ১৪:৫৩

ভারতের পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার একটি এক চোখ বিশিষ্ট বাছুর জন্ম নিয়েছে। আর এর ওই একচোখা বাছুরকে ‘গোমাতা’ হিসেবে পুজো করতে শুরু করেছে গ্রামের মানুষ।

স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, সম্প্রতি এই বাছুরটির একটি ভিডিও ক্লিপ ইউটিউবে ভাইরাল হয়ে পড়েছে।

বিশেষজ্ঞরা জানিয়েছেন, এটা কোনও অলৌকিক ঘটনা নয়। বাছুরটি ‘সাইক্লপিয়া’ নামের এক জন্মগত রোগে আক্রান্ত। এই রোগ মানুষেরও হতে পারে।

তারা বলছেন, ‘সাইক্লপিয়া’য় প্রাণী একটি চোখ নিয়ে জন্মায়। সাধারণত মস্তিষ্কের ডান ও বাম অংশ দুই চক্ষুকে নিয়ন্ত্রণ করে। ‘সাইক্লপিয়া’-র ক্ষেত্রে একটি চোখকেই দুই অংশ নিয়ন্ত্রণ করতে থাকে। এটি একটি বিরল ঘটনা।

বাছুরটি জন্মানোর পরে তার মা তাকে ত্যাগ করেছে। কিন্তু গ্রামের এক নারী দায়িত্ব নিয়েছেন বাছুরটিকে বাঁচিয়ে রাখার। তিনিই তাকে খেতে দিচ্ছেন। সেই সঙ্গে শুরু হয়েছে তার পূজার্চনা।

বিশেষজ্ঞরা জানিয়েছেন, ‘সাইক্লপিয়া’-য় আক্রান্ত প্রাণীদের দৃষ্টিশক্তি ক্ষীণ হয়। তবে তারা আলো-অন্ধকারের প্রভেদ টের পায়।

উল্লেখ্য, ‘সাইক্লপিয়া’ শব্দটি এসেছে গ্রিক পুরাণে বর্ণিত একচক্ষু দানব সাইক্লপের নাম অনুসারে।

এ/পি

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ভারতের লোকসভা নির্বাচনে প্রথম ধাপে ভোটদানের রেকর্ড
মোস্তাফিজ ইস্যুতে বিসিবিকে ধুয়ে দিলেন ভারতের সাবেক তারকা
ভারতে লোকসভা নির্বাচনে ভোটগ্রহণ শুরু
ভারতের লোকসভা নির্বাচনে আজ ভোটগ্রহণ শুরু 
X
Fresh