• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

ভারতে ক্ষুধা মেটাতে কীটনাশক খেলো শিশু

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি অনলাইন

  ০৭ জানুয়ারি ২০১৯, ২০:৪৫
প্রতীকী ছবি

ভারতের মধ্যপ্রদেশে ক্ষুধার জ্বালা সহ্য করতে না পেরে কীটনাশক খেয়েছে একটি আদিবাসী শিশু।

সোমবার প্রকাশিত এক প্রতিবেদনে ভারতীয় গণমাধ্যম আনন্দবাজার জানায়, ঘটনাটি ঘটেছে গত বছরের ৩১ ডিসেম্বর। এখন শিশুটি হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে।

স্থানীয় সূত্রের বরাত দিয়ে গণমাধ্যমটি জানায়, ক্ষুধার জ্বালা মেটাতে শিশুটি প্রথমে স্থানীয় একটি রেশন দোকানে ছুটে যায়। সেখানে গিয়ে দোকানের মালিকের কাছে একটু গম চেয়েছিল সে। কিন্তু বারবার আকুতি-মিনতি করার পরও শিশুটিকে গম দেয়নি দোকানের মালিক। ক্ষুধার জ্বালা সহ্য না করতে পেরে শেষমেশ কীটনাশক মুখে দেয় শিশুটি।

প্রতিবেদনটিতে বলা হয়, খবরটি প্রকাশ্যে আসতেই রাজ্যজুড়ে তোলপাড় শুরু হয়। ইতোমধ্যে সরব হয়েছে জাতীয় শিশু অধিকার ও রক্ষা কমিশন। একটি কমিটি গঠন করে বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছে তারা।

কমিশন সূত্রে জানা গেছে, দ্রুতই এবিষয়ে একটি রিপোর্ট জমা দেয়া হবে।

আরো পড়ুন:

কে/পি

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
হাসপাতালের কার্ডিয়াক আইসিইউ পুড়ে ছাই, রক্ষা পেল ৭ শিশু
শিশুখাদ্যে অতিরিক্ত চিনির বিষয়টি ব্যাখ্যা দিলো নেসলে
মোস্তাফিজ ইস্যুতে বিসিবিকে ধুয়ে দিলেন ভারতের সাবেক তারকা
রাজধানীর শিশু হাসপাতালে আগুন
X
Fresh