• ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
logo

এবার যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের চিফ অব স্টাফের পদত্যাগ

আন্তর্জাতিক ডেস্ক

  ০৬ জানুয়ারি ২০১৯, ২১:২০
ছবি: বিবিসি

যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী জেমস ম্যাটিস পদত্যাগের একমাস পর পদত্যাগ করলেন মন্ত্রণালয়টির চিফ অব স্টাফ কেভিন সুইনি।

রোববার প্রকাশিত এক প্রতিবেদনে রিয়ার অ্যাডমিরাল সুইনির একটি বিবৃতির বরাত দিয়ে যুক্তরাজ্যের গণমাধ্যম বিবিসি জানিয়েছে, প্রাইভেট সেক্টরে ফিরে যাওয়ার সঠিক সময় এটি।

যুক্তরাষ্ট্রের সৈন্যদেরকে সিরিয়া থেকে সরিয়ে নেয়া হবে- প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই ঘোষণা দেয়ার পর দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তৃতীয় জ্যেষ্ঠ কর্মকর্তা হিসেবে তিনি পদত্যাগ করলেন।

সরকারি কর্মকর্তারা বলছেন, কারও প্রস্থানের কোনও টাইমটেবিল নেই।

২০১৭ সালের জানুয়ারিতে দুই বছরের জন্য এই পদে দায়িত্ব পাওয়া রিয়ার অ্যাডমিরাল সুইনি সংক্ষিপ্ত বিজ্ঞপ্তিতে জানান, এই মন্ত্রণালয়ের অন্য সহকর্মীদের সঙ্গে কাজ করতে পারা তার জন্য গর্বের। তবে এতে তিনি ট্রাম্পের নাম উল্লেখ করেননি।

বিশ্লেষকদের বরাত দিয়ে ব্রিটিশ গণমাধ্যমটি জানায়, তার পদত্যাগ ট্রাম্প প্রশাসনের প্রতিরক্ষা ও পররাষ্ট্র নীতিগুলোকে অনেকটা অনিশ্চয়তার মুখে ঠেলে দিল।

দেশটির সাবেক প্রতিরক্ষামন্ত্রী তার পদত্যাগপত্রে সিরিয়া থেকে আমেরিকান সৈন্যদেরকে সরিয়ে নেয়ার বিষয়ে প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে মতরিবোধিতার ইঙ্গিত দেন।

তিনি লেখেন, আপনার মতের সঙ্গে একমত হবে এমন একজনকে প্রতিরক্ষামন্ত্রী করতে পারেন আপনি। আমি মনে করি এটাই আমার পদত্যাগ করার সবচেয়ে উপযুক্ত সময়।

এছাড়া, সিরিয়া ইস্যুতে প্রেসিডেন্টের বিস্ময়কর ঘোষণার পর পদত্যাগ করেন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র ডানা হোয়াইট।

প্রসঙ্গত, আগামী মঙ্গলবার যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও এক সপ্তাহের জন্য মধ্যপ্রাচ্য সফর করবেন মিত্র দেশগুলোকে আশ্বস্ত করতে।

আরো পড়ুন:

কে/জেএইচ

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
‘বাংলাদেশে মুক্ত গণতন্ত্র বাস্তবায়নে চেষ্টা অব্যাহত রাখবে যুক্তরাষ্ট্র’
যুক্তরাষ্ট্রে সেতু দুর্ঘটনা : দুই মরদেহ উদ্ধার
নিজের ডেকে আনা পুলিশের গুলিতে প্রাণ গেল বাংলাদেশি তরুণের 
বাংলাদেশের সঙ্গে অংশীদারিত্বে যুক্তরাষ্ট্র গর্বিত : ব্লিঙ্কেন
X
Fresh