• ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
logo

সাইকেলের ধাক্কায় ক্ষতিগ্রস্ত গাড়ি!

আন্তর্জাতিক ডেস্ক

  ০৫ জানুয়ারি ২০১৯, ০৯:৫৪

এমন কখনও শুনেছেন, যে সাইকেলের ধাক্কায় ক্ষতিগ্রস্ত হয়েছে প্রাইভেট কার। কিন্তু এমনই এক অবাক করা ঘটনা ঘটেছে চীনে শেনজেন প্রদেশে। আর ওই ঘটনার ছবি সোশ্যাল মিডিয়ায় প্রকাশ পাওয়ার পর তা রীতিমতো ভাইরাল হয়ে গেছে।

ওই ছবিতে দেখা গেছে, একটি সাইকেল ও প্রাইভেট কার মুখোমুখি দাঁড়ানো অবস্থায় রয়েছে। তবে এতে গাড়ির বাম্পার ক্ষতিগ্রস্ত হয়েছে, যদিও পুরোই অক্ষত আছে সাইকেলটি। আর ওই ছবি প্রকাশ পেতেই নেটিজেনরা রীতিমতো এটিকে লুফে নিয়েছেন।

খবরে বলা হয়েছে, রাস্তার উল্টো দিকে সাইকেল চালাচ্ছিলেন চালক। তিনিই সোজা গিয়ে চলন্ত গাড়িতে ধাক্কা মারেন। এতে সাইকেলের কোনও ক্ষতি না হলেও সামান্য আঘাত পেয়েছেন সাইকেলটির চালক।

ওই ঘটনার সত্যতা স্বীকার করেছে স্থানীয় পুলিশ। প্রশ্ন উঠছে, কী ধাতু দিয়ে তৈরি এই সাইকেল?

চায়না গ্লোবাল টেলিভিশন নেটওয়ার্ক (সিজিটিএন) জানিয়েছে, দক্ষিণ চীনের শেনজেন প্রদেশের একটি শহরে এ ঘটনা ঘটেছে।

এদিকে ওই সাইকেলের ছবি ইতোমধ্যেই নেটিজেনরা বিভিন্ন রকম জোকস করছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে একজন মজা করে বলেছেন, নোকিয়া এবার সাইকেলও তৈরি করছে? কারও মন্তব্য, এই সাইকেলটি আমার চাই?

আরও পড়ুন :

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
দুই বাসের মুখোমুখি সংঘর্ষ, আহত ৩০
পিকআপ-অটোরিকশা মুখোমুখি সংঘর্ষ, নিহত ২
রানওয়েতে দুই বিমানের সংঘর্ষ, অল্পের জন্য বাঁচলেন ১৩৫ যাত্রী
নরসিংদীতে মোটরসাইকেল দুর্ঘটনায় কিশোর নিহত
X
Fresh