• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

বৌদ্ধ রাখাইন যোদ্ধাদের হামলায় মিয়ানমারে সাত পুলিশ নিহত

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি অনলাইন

  ০৪ জানুয়ারি ২০১৯, ২১:২২
ছবি: সংগৃহীত

মিয়ানমারের স্বাধীনতা দিবস উদযাপনকালে দেশটির রাখাইন রাজ্যে চারটি পুলিশ পোস্টে বৌদ্ধ রাখাইন যোদ্ধাদের হামলায় নিরাপত্তা বাহিনীর সাত সদস্য নিহত এবং ১২ জনকে আটক করা হয়েছে।

শুক্রবার এসব হামলার ঘটনা ঘটে বলে দেশটির সেনাবাহিনী এবং সশস্ত্র গোষ্ঠীর মুখপাত্রদের বরাত দিয়ে জানিয়েছে যুক্তরাজ্যের বার্তা সংস্থা রয়টার্স।

বৌদ্ধ রাখাইন জাতিগত সংখ্যালঘুদের জন্য আরও স্বায়ত্তশাসনের দাবির প্রেক্ষিতে সরকারি সৈন্য এবং আরাকান আর্মির মধ্যে সংঘর্ষের ফলে ডিসেম্বরের শুরু থেকেই রাজ্যটিতে আবারও সহিংসতা ছড়িয়ে পড়েছে।

এর আগে ২০১৭ সালে এই রাজ্যে দেশটির সেনাবাহিনীর দমন-পীড়নের মুখে কয়েক লাখ রোহিঙ্গা মুসলিম পালিয়ে বাংলাদেশে আশ্রয় নিতে বাধ্য হয়।

জাতিসংঘের মতে, আরাকান আর্মির সঙ্গে মিয়ানমার সেনাবাহিনীর সাম্প্রতিক সংঘর্ষের ফলে আড়াই হাজার বেসামরিক নাগরিক বসতবাড়ি ছেড়ে পালিয়েছে।

আরাকান আর্মির মুখপাত্র খিনে থু খা ব্রিটিশ বার্তা সংস্থাটিকে জানান, তারা চারটি পুলিশ পোস্টে হামলা করে। পরে পোস্টগুলো থেকে সাত ‘শত্রুর’মরদেহ উদ্ধার করে।

তারা মিয়ানমারের নিরাপত্তা বাহিনীর ১২ সদস্যকে আটক করেছে উল্লেখ করে তিনি বলেন, আন্তর্জাতিক আইনে আমরা তাদের বিচার করবো। আমরা তাদের কোনও ক্ষতি করবো না।

সাম্প্রতিক সপ্তাহগুলোতে আরাকান আর্মি এবং স্থানীয় বেসামরিক নাগরিকদের ওপর মিয়ানমার সেনাবাহিনীর হামলার জবাবে এসব হামলা চালানো হয়েছে বলেও উল্লেখ করেন তিনি।

মিয়ানমার সেনাবাহিনীর মুখপাত্র জাউ মিন তুন রয়টার্সকে বলেন, বাংলাদেশের সীমান্তবর্তী বুথিডুয়াং ও মাউংদাউ এলাকার উত্তরাংশের এসব পুলিশ পোস্টে শুক্রবার চালানো হামলার জবাব দিয়েছে নিরাপত্তা বাহিনীর সদস্যরা।

তিনি বলেন, নিরাপত্তার জন্য এই এলাকায় অভিযান অব্যাহত রাখবে সেনাবাহিনী। তবে তিনি সশস্ত্র গোষ্ঠীর হাতে কতজন নিহত ও আটক হয়েছেন, তা নিশ্চিত করতে অস্বীকৃতি জানান।

জাউ মিন তুন আরও বলেন, ব্রিটেনের কাছ থেকে মিয়ানমারের স্বাধীনতা প্রাপ্তির ৭১ বছর পূর্তি উপলক্ষে সারাদেশে জাতীয় পতাকা উত্তোলনের কয়েক মিনিট পরই এসব হামলা চালানো হয়েছে।

তবে আরাকান আর্মির মুখপাত্র বলেন, মিয়ানমারের স্বাধীনতা দিবসের সঙ্গে এই হামলার কোনও সম্পর্ক নেই। তাছাড়া আমরা এখনও স্বাধীন নই। আজ আমাদের স্বাধীনতা দিবস নয়।

কে/পি

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
দক্ষিণ আফ্রিকায় ডাকাতের হামলায় বাংলাদেশি ব্যবসায়ী নিহত
হামাসের অবস্থানগুলোতে হামলা চালাতে অগ্রসর হচ্ছে ইসরায়েলি বাহিনী
ভারতের পাটনায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে নিহত ৬
সালমানের বাড়িতে হামলার ঘটনায় গুলিসহ অস্ত্র উদ্ধার
X
Fresh