• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

লাইন অব কন্ট্রোলে ভারতের আরেকটি স্পাই ড্রোন ধ্বংস করলো পাকিস্তান

আন্তর্জাতিক ডেস্ক

  ০২ জানুয়ারি ২০১৯, ২৩:৫০
ছবি: টুইটার

লাইন অব কন্ট্রোলে দুদিনের মধ্যে ভারতের আরেকটি ‘স্পাই ড্রোন’ গুলি করে ধ্বংস করলো পাকিস্তানের সেনাবাহিনী।

বুধবার রাতে পাকিস্তানের ইন্টার-সার্ভিসেস পাবলিক রিলেশনসের(আইএসপিআর) মহাপরিচালক মেজর জেনারেল আসিফ গফুর এক টুইট বার্তায় এই তথ্য জানান।

তিনি লেখেন, আজ সাতওয়াল সেক্টর সংলগ্ন লাইন অব কন্ট্রোলে আরও একটি ভারতীয় স্পাই কোয়াডকপ্টার গুলি করে ধ্বংস করেছে পাকিস্তানের সেনাবাহিনীর সদস্যরা।

আইএসপিআর প্রধান টুইট বার্তায় স্পাই ড্রোনটির একটি ছবিও যোগ করেছেন। কিন্তু তিনি তাৎক্ষণিক এই বিষয়ে খুব বেশি তথ্য দেননি।

বিশেষ করে চালকহীন আকাশযানটি পাকিস্তানের আকাশসীমায় অনুপ্রবেশ করতে পেরেছ কিনা তাও উল্লেখ করেননি তিনি।

এর আগে মঙ্গলবার আসিফ গফুর এক টুইট বার্তায় জানান, বাগ সেক্টর সংলগ্ন লাইন অব কন্ট্রোলে একটি ভারতীয় স্পাই কোয়াডকপ্টার গুলি করে ধ্বংস করেছে পাকিস্তানি সেনাবাহিনী।

আইএসপিআর প্রধান যোগ করেন, একটা কোয়াডকপ্টারও আকাশসীমা পার হতে পারবে না, ইনশাআল্লাহ।

পাকিস্তানের শীর্ষস্থানীয় গণমাধ্যমে প্রকাশিত এ সংক্রান্ত প্রতিবেদনটিতে বলা হয়, দুই বছর আগে ২০১৬ সালের ২৮ সেপ্টেম্বর আজাদ কাশ্মীরে ভারতের সেনা কমান্ডোরা সার্জিক্যাল স্ট্রাইক চালিয়েছিল বলে দেশটির সরকার যে দাবি করেছিল, এটা তারই একটা স্পষ্ট প্রমাণ।

কাশ্মীরের উরিতে একটি সেনাঘাঁটিতে হামলায় ২০ ভারতীয় সৈন্য নিহত হওয়ার কয়েকদিন পর ভারতের পক্ষ থেক এই দাবি করা হয় বলে উল্লেখ করা হয় প্রতিবেদনটিতে।

কে/

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
শাহিনের চোখে টি-টোয়েন্টির ব্র্যাডম্যান রিজওয়ান
৮৩৭ আফগান শরণার্থীকে ফেরত পাঠাল পাকিস্তান
মোদির বিরুদ্ধে ইসিতে ২০ হাজার নাগরিকের চিঠি
পাকিস্তানে নয়, ‘হাইব্রিড’ মডেলেই চ্যাম্পিয়নস ট্রফি খেলতে চায় ভারত
X
Fresh