• ঢাকা বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১
logo

ব্যাঙ কেন সাপের পিঠে চড়ে?

আন্তর্জাতিক ডেস্ক

  ০২ জানুয়ারি ২০১৯, ২১:৩৪
ছবি: আনন্দবাজার

সাপের মুখে ব্যাঙ- সাধারণত এমন ছবিই চোখে পড়ে। কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া একটি ভিডিওতে সাপের পিঠে একদল ব্যাঙ দেখা গেছে। কেউ জানেন, ব্যাঙ কেন সাপের পিঠে চড়ে?

বুধবার প্রকাশিত এক প্রতিবেদনে ভারতীয় গণমাধ্যম আনন্দবাজার জানায়, অস্ট্রেলিয়ার কুনুনুরা শহরে বসবাসকারী পল মক সম্প্রতি তার বাড়ির পাশ দিয়ে একটি পাইথন সাপকে জলাশয় থেকে ঘাসের দিকে এগিয়ে যেতে দেখেন। সাপটি একটু কাছে আসতেই তিনি দেখেন পাইথনের পিঠে বসে আছে একদল ব্যাঙ।

তিনি আরও জানান, চোখের সামনে এমন দৃশ্য দেখে বেশ অবাক হয়ে যান। দূর থেকে এই দৃশ্যের ছবি ও ভিডিও ধারণ করেন তিনি। এসব তিনি পাঠিয়ে দেন নিউজিল্যান্ডে থাকা তার ভাই অ্যান্ড্রু মক’কে। অ্যান্ড্রু এসব ছবি ও ভিডিও টুইটারে পোস্ট করার পরপরই সামাজিক যোগাযোগ মাধ্যমে তা ভাইরাল হয়ে যায়।

এই বিরল দৃশ্য দেখে নিউ সাউথ ওয়েলস বিশ্ববিদ্যালয়ের জীববিদ্যার গবেষক জোডি রাউলে বলেছেন, পুরুষ ব্যাঙগুলো এই পাইথনের সঙ্গে মিলনের চেষ্টা করছিল! পুরুষ ব্যাঙ প্রায় এরকম করে।

কে/এমকে

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
নিউজিল্যান্ড-পাকিস্তান ম্যাচসহ টিভিতে আজকের যত খেলা
নিউজিল্যান্ড সিরিজে অনিশ্চিত বাবর আজম
অস্ট্রেলিয়ায় সমুদ্রে ডুবে মার্কেন্টাইল ব্যাংক কর্মকর্তার মৃত্যু
সিডনিতে শপিং মলে হামলা : প্রত্যক্ষদর্শীদের ভয়াবহ বর্ণনা
X
Fresh