• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

নতুন বছরে বোমার ভয় দেখিয়ে ক্ষমাপ্রার্থনা যুক্তরাষ্ট্রের স্ট্র্যাটেজিক কমান্ডের

আন্তর্জাতিক ডেস্ক

  ০১ জানুয়ারি ২০১৯, ২১:২০
ছবি: আনন্দবাজার

ইংরেজি নতুন বছর উদযাপনে যখন উন্মত্ত নিউইয়র্কের টাইমস স্কয়ার, তখন পরমাণু বোমা বিস্ফোরণের ভয় দেখানোর জন্য ক্ষমাপ্রার্থনা করলো যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ‘ইউএস স্ট্র্যাটেজিক কমান্ড’ ইউনিট।

টুইটারে একটি ভিডিও পোস্ট করে এই ইউনিট জানায়, যদি কখনও প্রয়োজন হয়, টাইমস স্কোয়ারের নিউ ইয়ার বলের চেয়ে অনেক বড় বোমা ফেলার জন্য প্রস্তুত তারা।

ভিডিওটিতে দেখা যায়, বি-২০ বোমারু বিমান থেকে ফেলা হচ্ছে বিশাল একটি পরমাণু বোমা। এটির বিস্ফোরণের শব্দে ও ধোঁয়ায় ঢেকে যাচ্ছে চারপাশ।

এর পর রীতিমত হৈচৈ পড়ে যায় দেশটিতে। বছর শুরুর দিনেই যুদ্ধের আশঙ্কায় ভীত হয়ে পড়ে দেশটির মানুষ। শেষমেশ টুইট করে ক্ষমাপ্রার্থনা করে এবং আগের টুইটটি মুছে ফেলে ইউএস স্ট্র্যাটেজিক কমান্ড।

এই টুইটে বলা হয়, নতুন বছর উপলক্ষে আমাদের আগের টুইটটি খুব অরুচিকর হয়েছে। এই টুইটে আমাদের আদর্শ প্রতিফলিত হয়নি। আমরা ক্ষমাপ্রার্থনা করছি। আমরা যুক্তরাষ্ট্র এবং আমাদের বন্ধু রাষ্ট্রগুলোর নিরাপত্তা রক্ষা করতে প্রতিশ্রুতিবদ্ধ।

কে/এসএস

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
জাতিসংঘে ফিলিস্তিনের সদস্যপদ আটকে দিল যুক্তরাষ্ট্র
ইরানের ওপর নতুন নিষেধাজ্ঞা দিলো যুক্তরাষ্ট্র
যুক্তরাষ্ট্র ক্রিকেটের দায়িত্বে বাংলাদেশের বিশ্বকাপজয়ী সাবেক কোচ
ইরানের হামলার জবাব কীভাবে দেবে ইসরায়েল, জানাল যুক্তরাষ্ট্র
X
Fresh