• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

ভারতে পেঁয়াজের দাম শুনেই হৃদরোগে আক্রান্ত হয়ে কৃষকের মৃত্যু

আরটিভি অনলাইন ডেস্ক

  ০১ জানুয়ারি ২০১৯, ০৬:২০

ভারতের মধ্যপ্রদেশে এ বছর রেকর্ড ফলন হয়েছে পেঁয়াজের। যার ফলে পেয়াজের দাম অবিশ্বাস্যভাবে কমে গেছে। বাজারে গিয়ে এক কৃষক যখন পেয়াজের দাম কেজি প্রতি পৌনে ৪ রুপি জানতে পারে সাথে সাথে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুর কোলে ঢোলে পড়েন তিনি।

আনন্দবাজারের খবরে আরও বলা হয়, মধ্যপ্রদেশের বেহরুলাল মালব্যও নামের এক কৃষক ২৭ কুইন্টাল পেঁয়াজ বিক্রি করতে স্থানীয় মন্দসৌর মান্ডি বাজারে যান। বিক্রির পর জানতে পারেন প্রতি কেজি পেঁয়াজের দাম ধরা হয়েছে মাত্র ৩.৭২ রপি। অর্থাৎ এক কুইন্টালের (১০০ কেজি) দাম ৩৭২ রুপি। সেই হিসেবে ২৭ কুইন্টাল পেঁয়াজ বিক্রি করে দাম পান মাত্র ১০ হাজার ৪৪০ রুপি।

এমন সস্তা দামে বিক্রি করার বিষয়টি আর সামলাতে পারেননি ওই কৃষক। বাজারের মধ্যেই হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় তার।

খবরে আরও বলা হয়, পাওনা রুপির পরিমাণ শুনেই বুকে প্রচণ্ড ব্যথা শুরু হয় বেহরুলালের। বাজারের মধ্যেই লুটিয়ে পড়েন তিনি। তাৎক্ষণিকভাবে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন।

ভারতের মধ্যপ্রদেশের সবচেয়ে বেশি পেঁয়াজ এবং আদার চাষ হয় মালওয়া এলাকায়। ব্যাপক ফলনের জেরে এ বছর পেঁয়াজ বিক্রি হচ্ছে ৫০ থেকে ৮০০ রুপি কুইন্টাল। আর আদার দাম ১০০ থেকে ২০০ রুপি কুইন্টাল।

আরো পড়ুন :

এমকে

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
X
Fresh