• ঢাকা বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
logo

মায়ের সঙ্গে দেখা হলো না ইয়েমেনি শিশুর

আন্তর্জাতিক ডেস্ক

  ৩০ ডিসেম্বর ২০১৮, ১৩:০৩

জীবন্ত অবস্থায় শিশুটিকে আর দেখতে পেলেন না তার মা। যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে মামলা করে ভিসা পেলেও মা সেখানে পৌঁছার আগেই মৃত্যু হয়েছে শিশুটির। আলোচিত এ ঘটনাটি ইয়েমেনের দুই বছর বয়সী বালক হাসান আব্দুল্লাহর। ইয়েমেন যুদ্ধ শুরু হওয়ার পর তার বাবা-মা মিশরে চলে আসেন। শিশুটির বাবার মার্কিন নাগরিকত্ব রয়েছে, কিন্তু তার মায়ের নেই।

আব্দুল্লাহর মায়ের ভিসা সংক্রান্ত বিষয়টি দেখভাল করা কাউন্সিল অন আমেরিকান-ইসলামিক রিলেশন্স জানিয়েছে, শুক্রবার যুক্তরাষ্ট্রের ওকল্যান্ডের ইউসিএসএফ বেনিঅফ চিলড্রেন্স হাসপাতালে তার মৃত্যু হয়েছে।

এর আগে মস্তিস্কের অসুস্থতার কারণে সেখানে চিকিৎসার জন্য নিয়ে গিয়েছিলেন তার বাবা আলি হাসান। কিন্তু মা সায়মা সোয়াইলেহকে সেখানে যাওয়ার ভিসা দেয়নি ট্রাম্প প্রশাসন।

পরে বিষয়টি নিয়ে এগিয়ে আসে আমেরিকায় ইসলাম ও মুসলমানদের নিয়ে কাজ করা কাউন্সিল অন আমেরিকান-ইসলামিক রিলেশন্স।

আব্দুল্লাহর স্বাস্থ্যের অবস্থার অবনতি হলে তাকে গত অক্টোবরে ক্যালিফোর্নিয়ায় নিয়ে যান তার বাবা। তখন মিশরে থাকা তার মা সেখানে যাওয়ার ভিসার জন্য অপেক্ষা করতে থাকেন।

এ দম্পতি যখন ভিসার জন্য যুদ্ধ করছিলেন তখন ডাক্তাররা তাদের ছেলেকে লাইফ সাপোর্টে নিয়ে যান।

এ মাসের শুরুর দিকে আলি হাসান কান্নাজড়িত কণ্ঠে সংবাদ সম্মেলনে বলছিলেন, আমার স্ত্রী প্রতিদিন আমাকে ফোন দেয়, ছেলেকে জড়িয়ে ধরে চুমো খেতে চায়।

তিনি ছেলের ব্যাপারে আশা হারাতে থাকেন এবং তার কষ্ট লাঘবে লাইফ সাপোর্ট খুলে দেয়ার বিষয়টি বিবেচনা করতে থাকেন।

কাউন্সিল এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, শনিবার তার দাফন সম্পন্ন হবে।

উল্লেখ্য, ইয়েমেনসহ বেশ কয়েকটি দেশের ওপর মার্কিন ভিসা নিষেধাজ্ঞায় রয়েছে। ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পর এ নিষেধাজ্ঞা দেয়া হয়।

আরও পড়ুন :

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
কিডনি দিয়ে স্বামীকে বাঁচানো ববিতার প্রাণ গেল ছিনতাইকারীদের হাতে
মৃত্যুর কারণ জানা গেল মহাসড়কে পড়ে থাকা সেই হাতির
তীব্র গরমে বছরে ১৯ হাজার শ্রমিকের মৃত্যু
বৃষ্টির আশায় জেলায় জেলায় ইসতিসকার নামাজ
X
Fresh