• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

চীনে ছিনতাই হওয়া বাসের ধাক্কায় নিহত পাঁচ, আহত ২১

আন্তর্জাতিক ডেস্ক

  ২৫ ডিসেম্বর ২০১৮, ১৭:০৮
ছবি: হংকংয়ের গণমাধ্যম ডিমসুম ডেইলি

চীনের ফুজিয়ান প্রদেশে ছিনতাই হওয়া একটি বাসের ধাক্কায় পাঁচজন নিহত এবং ২১ জন আহত হয়েছেন।

মঙ্গলবার বিকেলে দেশটির পূর্বাঞ্চলীয় প্রদেশটির লোংগিয়ান শহরে এক ব্যক্তি ছুরি দেখিয়ে বাসটি ছিনতাই করার পর এটি পথচারীদের ওপরে উঠে যায় বলে স্থানীয় কর্তৃপক্ষের বরাত দিয়ে জানিয়েছে সিনহুয়া নিউজ এজেন্সি।

নগর প্রশাসনের বরাত দিয়ে চীনা সরকার পরিচালিত বার্তা সংস্থাটি আরও জানায়, এই ঘটনায় সন্দেহভাজন ছিনতাইকারীকে আটক করেছে পুলিশ এবং উদ্ধার কার্যক্রম অব্যাহত আছে।

কিছু চীনা গণমাধ্যমের বরাত দিয়ে যুক্তরাজ্যের বার্তা সংস্থা রয়টার্স জানায়, চীনের সোশ্যাল মিডিয়ায় পোস্ট হওয়া ছবিগুলোতে বাসটিকে রাস্তার মোটর-বাইক এবং পথচারীদের ধাক্কা দিতে দেখা যাচ্ছে।

একটি ভিডিওতে পুলিশকে সন্দেহভাজন ব্যক্তির সঙ্গে ধস্তাধস্তি করতে দেখা যাচ্ছে। তবে ভিডিও ফুটেজটির যথার্থতা নিশ্চিত করতে পারেনি বার্তা সংস্থাটি।

আরও পড়ুন :

কে/এমকে

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
প্রাইভেটকারে আগুন ধরে কৃষকলীগ নেতাসহ নিহত ২
বাসের ধাক্কায় ফেরিতে থাকা ৪ মোটরসাইকেল নদীতে
তিউনিসিয়া উপকূলে অভিবাসীবোঝাই নৌকাডুবি, নিহত ১৪
দুবাইয়ে সড়ক দুর্ঘটনায় ছাত্রলীগ নেতার মৃত্যু
X
Fresh