• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

মিশরে পুলিশের গুলিতে ১৪ ‘জঙ্গি’ নিহত

আন্তর্জাতিক ডেস্ক

  ২৫ ডিসেম্বর ২০১৮, ১১:৫৬

মিশরের অস্থিতিশীল সিনাই উপদ্বীপে নিরাপত্তা বাহিনীর সদস্যদের গুলিতে ১৪ জন সন্দেহভাজন জঙ্গি নিহত হয়েছে। মিশরের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে তুরস্কের সংবাদ সংস্থা আনাদোলু এজেন্সি এ খবর ছেপেছে। খবর মিডল ইস্ট মনিটরের।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, সিনাইয়ের উত্তরাঞ্চলীয় শহর আরিশে একটি সন্ত্রাসী হামলার পরিকল্পনা করার সময় বন্দুকযুদ্ধে ওই জঙ্গিরা নিহত হয়েছেন। তবে কোনও নিরপেক্ষ সূত্র থেকে মন্ত্রণালয়ের এমন ভাষ্যের সত্যতা নিশ্চিত করা যায়নি।

এর আগে বৃহস্পতিবার কায়রোয় পুলিশ ও সন্দেহভাজন জঙ্গিদের মধ্যে বন্দুকযুদ্ধ হয়েছে বলে জানায় মিশরীয় কর্তৃপক্ষ। তারা জানায়, তখন পুলিশের গুলিতে আটজন জঙ্গি নিহত হয়।

খবরে বলা হয়েছে, মিশরীয় কপটিক খ্রিস্টানদের বড়দিন উপলক্ষ্যে দেশজুড়ে নিরাপত্তা বৃদ্ধি করেছে মিশরীয় কর্তৃপক্ষ। আগামী বছরের ৭ জানুয়ারি বড়দিন উদযাপন করবে মিশরের কপটিক খ্রিস্টান ধর্মাবলম্বীরা।

২০১৩ সালের মাঝামাঝি সময়ে মিশরের প্রথম অবাধ নির্বাচনে জয়ী প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসিকে এক সেনা অভ্যুত্থানে উৎখাতের পর থেকেই সিনাই উপদ্বীপে জঙ্গি সংশ্লিষ্টতা বৃদ্ধি পেয়েছে।

উল্লেখ্য, মিশরের মোট জনসংখ্যার প্রায় ১৫ ভাগ হচ্ছে কপটিক খ্রিস্টান। মিশরের মোট জনসংখ্যা ১০ কোটি ৪০ লাখ।

আরও পড়ুন :

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
গাজায় নিহতের সংখ্যা ৩৪ হাজার ছাড়াল
ঈশ্বরদীতে দুই গ্রুপের সংঘর্ষে নিহত ১, আহত ২০
ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষ, নিহত ৩
নিরাপত্তা প্রাচীর ভেঙে বিমানবন্দরে বাস, প্রকৌশলী নিহত
X
Fresh