• ঢাকা বুধবার, ১৭ এপ্রিল ২০২৪, ৪ বৈশাখ ১৪৩১
logo

জাপানে জন্মহার কমছেই

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি অনলাইন

  ২৪ ডিসেম্বর ২০১৮, ১৯:৩৯

অর্থনৈতিকভাবে বেশ সমৃদ্ধ দেশ জাপানের জনসংখ্যা কমেই চলেছে। চলতি বছরে দেশটির জনসংখ্যা ইতিহাসের সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে।

সরকারি পরিসংখ্যানের বরাত দিয়ে সিএনএন বলছে, অন্যান্য যেকোনও বছরের তুলনায় এ বছর জাপানের জন্মহার সবচেয়ে কম। দেশটির জনসংখ্যা বিষয়ক পরিসংখ্যান শুরু হয় ১৮৯৯ সালে। এরপর থেকে আর কখনও এমন অবস্থা দেখা যায়নি।

জাপানের হেলথ, লেবার অ্যান্ড ওয়েলফেয়ার মন্ত্রণালয় প্রকাশিত এক প্রতিবেদন বলছে, ২০১৮ সালে জাপানে সব মিলিয়ে ৯ লাখ ২১ হাজার শিশু জন্ম নিয়েছে। ২০১৭ সালের চেয়ে যা ২৫ হাজার কম। টানা তিন বছর ধরে দেশটিতে ১০ লাখের কম শিশু জন্ম নিচ্ছে।

অন্যদিকে মৃত্যুহার বেড়েই চলছে জাপানে। এ বছর সেখানে ১৩ লাখ ৬৯ হাজার মানুষ মৃত্যুবরণ করেছে। এতে সব মিলিয়ে জনসংখ্যা কমেছে ৪ লাখ ৪৮ হাজার যা ইতিহাসের সর্বোচ্চ।

জাপানকে অনেকে ‘বয়স্কদের’ দেশও বলে থাকেন। কারণ, এখানকার ২০ শতাংশ মানুষের বয়স ৬৫ বছরের বেশি। জাপানের বর্তমান জনসংখ্যা ১২ কোটি ৪০ লাখ। তবে ২০৬৫ সালের মধ্যে এই জনসংখ্যা ৮ কোটি ৮০ লাখে নেমে আসবে বলে পূর্বাভাস দেয়া হয়েছে।

জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে জনসংখ্যা কমার হার প্রতিরোধ করতে চাচ্ছেন। এজন্য ২০১৭ সালে ৩ থেকে ৫ বছর বয়সী শিশুদের জন্য বিনামূল্যে প্রি-স্কুল ব্যবস্থা চালু করতে ১৮ বিলিয়ন ডলার ব্যয়ের ঘোষণা দেন।

আরও পড়ুন :

ডি/এমকে

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বড় মেয়েকে নিয়ে গোপনে বাংলাদেশ ছাড়লেন সেই জাপানি মা
সামরিক সহযোগিতা বাড়াতে জাপান-যুক্তরাষ্ট্র বৈঠক
তাইওয়ানে শক্তিশালী ভূমিকম্প, কাঁপল চীন-ফিলিপাইন-জাপানও
শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল জাপান
X
Fresh