• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

চেক প্রজাতন্ত্রে কয়লা খনিতে বিস্ফোরণ, নিহত ১৩

আন্তর্জাতিক ডেস্ক

  ২১ ডিসেম্বর ২০১৮, ১৫:৫১
খনিতে উদ্ধার অভিযান চালানো হচ্ছে

চেক প্রজাতন্ত্রে একটি কয়লা খনিতে মিথেন বিস্ফোরণের ঘটনায় ১৩ জন খনি শ্রমিক নিহত হয়েছেন। দেশটির রাষ্ট্রীয় খনি পরিচালনাকারী প্রতিষ্ঠান ওকেডি শুক্রবার জানিয়েছে, নিহতদের মধ্যে ১১ জন পোলিশ ও দুজন চেক নাগরিক। খবর আল-জাজিরার।

ওকেডি বলছে, বৃহস্পতিবার কারভিনা শহরের কাছে সিএসএম শক্ত-কয়লা খনির ৮০০ মিটারের বেশি গভীরে ওই মিথেন বিস্ফোরণ ঘটে।

টেলিভিশনে এক সংবাদ সম্মেলনে ওকেডি’র মুখপাত্র ইভো চেলেচোভস্কি বলেছেন, গতকালের (বৃহস্পতিবার) খনি বিপর্যয়ের ঘটনায় ১৩ জন খনি শ্রমিক নিহত হয়েছেন। তাদের মধ্যে ১১ জন পোলস এবং দুজন চেক।

১৯৯০ সালের পর এটিই চেক প্রজাতন্ত্রে সবচেয়ে ভয়াবহ খনি বিস্ফোরণের ঘটনা। সিটিকে বার্তা সংস্থা জানিয়েছে, ১৯৯০ সালে কারভিনার কাছে একটি খনিতে অগ্নিকাণ্ডে ৩০ জন খনি শ্রমিক নিহত হয়েছিলেন।

ওকেডি জানিয়েছে, ভুক্তভোগী ও আহত ব্যক্তিদের অধিকাংশই পোলিশ খনি শ্রমিক। ওকেডি’র ব্যবস্থাপনা পরিচালক বোলস্লাভ কোয়াল্কজিক বলেছেন, শেফটের অবস্থার কারণে উদ্ধার অভিযান পরিত্যক্ত করতে হয়েছে।

তিনি বলেন, দুর্ভাগ্যজনকভাবে, আমরা এমন একটা পয়েন্টে পৌঁছেছি যেখান থেকে সামনে দিকে এগোনো অসম্ভব, কারণ সামনেই প্রচণ্ড আগুন ও দৃশ্যমানতা শূণ্যের কোঠায়।

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
নামাজ চলাকালে মসজিদে এসি বিস্ফোরণ
বরিশালে নামাজের সময় মসজিদের এসি বিস্ফোরণ
বোমা বানাতে গিয়ে বিস্ফোরণে নিহত ১, আহত ২
গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, একই পরিবারের দগ্ধ ৪ 
X
Fresh