• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

খাশোগির হত্যাকারীদের নতুন ছবি প্রকাশ

আন্তর্জাতিক ডেস্ক

  ২০ ডিসেম্বর ২০১৮, ১২:৩০

সৌদি সাংবাদিক জামাল খাশোগিকে হত্যায় অভিযুক্ত আততায়ী স্কয়াডের ছবি আবারও প্রকাশ করেছে তুরস্কের গণমাধ্যম। বুধবার প্রকাশ হওয়া নতুন ওই ছবিতে দেখা গেছে, ১৫ সদস্যের ‘হিট টিম’ ইস্তাম্বুলে সৌদি কনস্যুলেটে প্রবেশ করছে। খবর আল-জাজিরার।

খাশোগিকে হত্যার কয়েক ঘণ্টা আগে ওই দলটি তুরস্কে পৌঁছায়, তারপর কনস্যুলেটে যান সেখান থেকে কনস্যুলারের বাসভবন এবং শেষপর্যন্ত কাজ শেষ করার পর তুরস্ক ত্যাগ করেন তারা।

ইস্তাম্বুল পুলিশ এবং তুরস্কের গোয়েন্দারা শহরের ৮০টি এলাকার ১৪৭টি ক্যামেরার প্রায় সাড়ে তিন হাজার ঘণ্টা ভিডিও দেখে ওই টিমের সদস্যদের চিহ্নিত করে।

তুর্কি বার্তা সংস্থা আনাদোলু জানিয়েছে, সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের নিরাপত্তা দলের সদস্য ৩১ বছর বয়সী আব্দুলআজিজ মোহাম্মদ আল-হসাউয়িকেও ওই ভিডিও ফুটেজে দেখা গেছে।

আরও একজন সন্দেহভাজন ছিলেন সৌদ আল-কাহতানি। ধারণা করা হয় যে, তিনি ১৫ সদস্যের ওই দলটি তত্ত্বাবধান করেন।

হত্যাকাণ্ডে অংশ নেয়া হাইপ্রোফাইল ব্যক্তিদের অন্যতম ৪০ বছর বয়সী কাহতানি এবং তিনি যুবরাজ মোহাম্মদের ডানহাত বলে পরিচিত। খাশোগির হত্যাকাণ্ডের পর কাহতানিকে রয়েল কোর্টের উপদেষ্টার পদ থেকে অপসারণ করা হয়।

ওয়াশিংটন পোস্টের কলামিস্ট খাশোগি গত ২ অক্টোবর ইস্তাম্বুলে সৌদি কনস্যুলেটের ভেতর প্রবেশ করার পর নিখোঁজ হন।

প্রথমে খাশোগির জীবিত থাকার কথা বললেও প্রায় দুই সপ্তাহ পর তার হত্যাকাণ্ডের কথা স্বীকার করে নেয় সৌদি সরকার।

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
হামলার বিষয়ে তুরস্ককে আগেই জানিয়েছিল ইরান : রয়টার্স
ইরানকে যে আহ্বান তুরস্কের
তুরস্কে নাইট ক্লাবে আগুন, ২৯ জনের মৃত্যু
তুরস্কে খেলোয়াড় ও সমর্থকদের মারামারি, ফিফার কড়া হুঁশিয়ারি
X
Fresh