• ঢাকা বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১
logo

আসাম ছাড়া অন্য কোথাও এনআরসি নয়: হংসরাজ আহির

আন্তর্জাতিক ডেস্ক

  ১৯ ডিসেম্বর ২০১৮, ১১:৫০
ছবি: সংগৃহীত

ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী হংসরাজ আহির বলেছেন, আসামের বাইরে কোথাও জাতীয় নাগরিক পঞ্জি (এনআরসি) তৈরির পরিকল্পনা নেই সরকারের। মঙ্গলবার সংসদে তৃণমূলের প্রসূন বন্দ্যোপাধ্যায় এমপির এক প্রশ্নের লিখিত জবাবে তিনি এ কথা জানান।

হংসরাজ আহির বলেন, বর্তমানে আসাম ছাড়া অন্য কোনও রাজ্যে এনআরসি তৈরির পরিকল্পনা নেই কেন্দ্রীয় সরকারের।

তিনি বলেন, ১৯৫১ সালে অসংবিধিবদ্ধ প্রক্রিয়ার অংশ হিসেবে আসামে এনআরসি তৈরি করা হয়।

কেন্দ্রীয় এই মন্ত্রী আরও বলেন, ১৯৫১ সালের এনআরসি আসাম রাজ্যের বিশেষ ধারার সঙ্গে সামঞ্জস্য রেখে ১৯৫৫ সালের নাগরিকত্ব আইন এবং ২০০৩ সালের নাগরিকত্ব বিধানের অনুযায়ী বাস্তবায়ন করা হচ্ছে।

আরেক প্রশ্নের জবাবে আহির বলেন, এনআরসি পুরোপুরি নিরপেক্ষ, স্বচ্ছ এবং নিখুঁতভাবে তৈরি করা হয়েছে।

ভারতের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আরও বলেন, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে এই বিষয়টি সম্পাদন করতে একটি পদ্ধতি বিদ্যমান রয়েছে।

তিনি বলেন, আসামের চূড়ান্ত খসড়া এনআরসি চলতি বছরের ৩০ জুলাই প্রকাশ করা হয়েছে এবং সুপ্রিম কোর্ট এনআরসি’র অগ্রগতি পর্যবেক্ষণ করছে। গত ২৫ সেপ্টেম্বর থেকে চূড়ান্ত খসড়া এই এনআরসি নিয়ে দাবি এবং অভিযোগ নেয়া শুরু হয়েছে যা ৩১ ডিসেম্বর পর্যন্ত চলবে।

সুপ্রিম কোর্টের নির্দেশের সঙ্গে সামঞ্জস্য রেখে আগামী বছরের ১৫ ফেব্রুয়ারি থেকে যাচাই-বাছাই প্রক্রিয়া শুরু হবে বলেও জানান কেন্দ্রীয় এই মন্ত্রী।

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ভারতের লোকসভা নির্বাচনে শুক্রবার থেকে ভোটগ্রহণ
শনিবার ঢাকা আসছেন ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কাত্রা
১৭ বছরের সাজাপ্রাপ্ত আসামি ২২ বছর পর গ্রেপ্তার
ভারতের হাইব্রিড পিচে খেলা হচ্ছে না মোস্তাফিজের
X
Fresh