• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

জাপানে রেস্টুরেন্টে বড় ধরনের বিস্ফোরণ, আহত ২০

আন্তর্জাতিক ডেস্ক

  ১৬ ডিসেম্বর ২০১৮, ২০:৩১
ছবি: দ্য জাপান টাইমস

জাপানের উত্তরাঞ্চলীয় হোক্কাইডো দ্বীপের একটি রেস্টুরেন্টে বড় বিস্ফোরণের ঘটনায় কমপক্ষে ২০ জন আহত হয়েছেন।

রোববার রাত সাড়ে আটটার দিকে হোক্কাইডো দ্বীপের রাজধানী সাপোরো’র হিরাগিশি জেলার রেস্টুরেন্টটিতে এই বিস্ফোরণের ঘটনা ঘটে বলে জানিয়েছে ‘দ্য জাপান টাইমস’।

মারাত্মকভাবে বিধ্বস্ত ভবনটিতে আগুন জ্বলতে এবং ধোঁয়া উড়তে দেখা গেছে। সেখান থেকে আহতদেরকে দ্রুত অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নেয়া হয়।

ঘটনাস্থলের আশেপাশে জনসাধারণকে যেতে দিচ্ছে না পুলিশ কর্মকর্তারা। ভবনটিতে আরও বিস্ফোরণের ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা করছেন তারা।

৫০ বছর বয়সী এক স্থানীয় বাসিন্দা জানান, তিনি বজ্রধ্বনির মতো একটা প্রচণ্ড শব্দ শোনেন। এসময় তিনি যে ভবনে থাকেন, সেটি নড়ে ওঠে।

সাপোরো’র অনেক মানুষ সোশ্যাল মিডিয়া বিধ্বস্ত ভবনের ছবি ও ভিডিও পোস্ট করছেন।

কে/জেএইচ

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ঈশ্বরদীতে দুই গ্রুপের সংঘর্ষে নিহত ১, আহত ২০
ইরানে বিস্ফোরণ: মার্কিন গণমাধ্যম বলছে ইসরায়েল হামলা করেছে
হাসপাতালের কার্ডিয়াক আইসিইউ পুড়ে ছাই, রক্ষা পেল ৭ শিশু
দাঁড়িয়ে থাকা বাসে পিকআপের ধাক্কা, আহত ১০ 
X
Fresh