• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

নেপালে নিষিদ্ধ ১০০ রুপির বেশি মূল্যের ভারতীয় নোট

আন্তর্জাতিক ডেস্ক

  ১৫ ডিসেম্বর ২০১৮, ২১:৩৩
ছবি: টাইমস অব ইন্ডিয়া

নেপালে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে ১০০ রুপির বেশি মূল্যের ভারতীয় নোট।

শুক্রবার প্রকাশিত এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় গণমাধ্যম টাইমস অব ইন্ডিয়া।

নেপালের তথ্য ও যোগাযোগমন্ত্রী গোকুল প্রসাদ বাসকোটা দেশটির জনগণকে ১০০ টাকার বেশি মূল্যের ভারতীয় নোট নিজেদের কাছে বা জমা না রাখার আহ্বান জানিয়েছেন।

প্রতিবেদনটিতে বলা হয়, ভারতের এই প্রতিবেশী দেশে তাদের নিজস্ব মুদ্রার পাশাপাশি ভারতীয় মুদ্রারও যথেষ্ট প্রচলন আছে। নেপাল সরকারের এই সিদ্ধান্তে দেশটিতে ঘুরতে যাওয়া ভারতীয় পর্যটকরা খুব সমস্যায় পড়বেন।

আরও বলা হয়, নেপালে ভারতীয় মুদ্রা গ্রহণযোগ্য হলেও সেখানে ১০০ রুপির বেশি মূল্যের নোট নিয়ে সমস্যায় পড়তে হয় পর্যটকদের। জাল নোট এই সমস্যার অন্যতম কারণ বলে মনে করা হচ্ছে।

কে/

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
টাইগারদের প্রস্তুতি ক্যাম্পে গণমাধ্যমের প্রবেশ নিষিদ্ধ
মোদির বিরুদ্ধে ইসিতে ২০ হাজার নাগরিকের চিঠি
পাকিস্তানে নয়, ‘হাইব্রিড’ মডেলেই চ্যাম্পিয়নস ট্রফি খেলতে চায় ভারত
নারী কর্মীদের বোরকা ও নেকাব পরা নিষিদ্ধ করল চট্টগ্রাম চক্ষু হাসপাতাল
X
Fresh