• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

তুরস্কে ট্রেন দুর্ঘটনায় নিহত ৯, আহত ৪৭

আন্তর্জাতিক ডেস্ক

  ১৩ ডিসেম্বর ২০১৮, ১৯:০৪
ছবি: তুর্কি সংবাদ সংস্থা আনাদোলু এজেন্সি

তুরস্কের রাজধানী আঙ্কারায় একটি দ্রুতগতির ট্রেনের সঙ্গে একই রেলপথের একটি পাইলট ইঞ্জিনের মুখোমুখি সংঘর্ষে তিনজন মেকানিকসহ কমপক্ষে নয়জন নিহত এবং ৪৭ জন আহত হয়েছে।

বৃহস্পতিবার সকাল সাড়ে ছয়টার দিকে দ্রুত গতির ট্রেনটি মধ্য তুরস্কের কনিয়ার উদ্দেশে আঙ্কারা টার্মিনাল ছাড়ার প্রায় ছয় মিনিট পর এটির সঙ্গে রেলপথ চেকিং শেষে ফেরা পাইলট ইঞ্জিনটির সঙ্গে সংঘর্ষ হয়।

তুরস্কের পরিবহন ও অবকাঠামোমন্ত্রী চাহিত তুরহানের বরাত দিয়ে এসব কথা জানিয়েছে তুর্কি সংবাদ সংস্থা আনাদোলু এজেন্সি। আরও জানিয়েছে, আইনজীবীরা ইতোমধ্যে এই দুর্ঘটনার কারণ জানতে তদন্ত শুরু করেছে।

সংঘর্ষের পর পথচারী চলাচলের একটি ওভারপাস বিধ্বস্ত হয় বলে জানানো হয়েছে আঙ্কারা গভর্নরের কার্যালয়ের পক্ষ থেকে। ইতোমধ্যে দেশটির প্রেসিডেন্ট রেচেপ তায়্যিপ এরদোয়ানকে এই দুর্ঘটনা সম্পর্কে জানিয়েছেন তুরহান এবং স্বরাষ্ট্রমন্ত্রী সুলেয়মান সোয়লু।

প্রেসিডেন্ট এরদোয়ান এই দুর্ঘটনায় নিহতদের প্রতি গভীর শোক প্রকাশ এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করেছেন। এছাড়া তিনি সংশ্লিষ্ট সব ইউনিটকে এই দুর্ঘটনার বিষয়ে তৎপর হওয়ার আহ্বান জানিয়েছেন।

কে/এমকে

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
নারায়ণগঞ্জে অজ্ঞাত গাড়ির ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত
নিয়ন্ত্রণ হারিয়ে ৩০০ ফুট খাদে বাস, নিহত ১০  
লরি-কাভার্ডভ্যান মুখোমুখি সংঘর্ষে আগুন, নিহত ১
মালিবাগ ক্রসিংয়ে ট্রেন বিকল, ব্যাপক যানজট
X
Fresh