• ঢাকা বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
logo

সোমালি প্রেসিডেন্টকে অভিশংসনের প্রস্তাব পার্লামেন্টে

আন্তর্জাতিক ডেস্ক

  ০৯ ডিসেম্বর ২০১৮, ২৩:৩২
ছবি: রয়টার্স

সোমালি পার্লামেন্টের প্রশাসনিক প্রধান জানিয়েছেন তিনি এবং স্পিকার দেশটির প্রেসিডেন্ট মোহামেদ আবদুল্লাহিকে অভিশংসনের প্রস্তাব উত্থাপন করেছেন। কিন্তু এই বিষয়ে আর কোনও কিছুই স্পষ্ট নয়।

রোববার প্রকাশিত এক প্রতিবেদনে একটি বিবৃতির বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে যুক্তরাজ্যের বার্তা সংস্থা রয়টার্স। আবদিকরিম এইচ. আবদি বুহ এই বিবৃতিতে বলেন, আমরা সোমালিয়ার প্রেসিডেন্টের বিরুদ্ধে অভিশংসনের প্রস্তাব উত্থাপন করেছি।

দেশটির সংবিধান অনুসারে, ৯২ জন সংসদ সদস্য এই প্রস্তাবে সই করার পর তা স্পিকারের কাছে পাঠাতে হবে। সম্ভবত এক সপ্তাহ পর পার্লামেন্টে এই প্রস্তাব নিয়ে বিতর্ক অনুষ্ঠিত হবে।

সোমালিয়ার পার্লামেন্টে মোট ২৭৫ জন সংসদ সদস্য আছেন। অভিশংসনের জন্য সব মিলিয়ে দুই-তৃতীয়াংশের ভোটের প্রয়োজন পড়বে।

এর আগে ২০১০ সালের নভেম্বর থেকে ২০১১ সালের জুন পর্যন্ত মোহামেদ সোমালিয়ার প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেন। কিন্তু ২০১১ সালের ১৯ জুন পদত্যাগ করতে বাধ্য হন তিনি। এরপর ২০১২ সালের শুরুর দিকে তিনি তায়ো পলিটিক্যাল পার্টি গড়ে তোলেন।

২০১৭ সালে অনুষ্ঠিত সোমালিয়ারে প্রেসিডেন্ট নির্বাচনে তায়ো পলিটিকাল পার্টির পক্ষে প্রতিদ্বন্দ্বিতা করেন মোহামেদ আবদুল্লাহি। এই নির্বাচনে সাবেক প্রেসিডেন্ট হাসান শেখ মোহামুদকে পরাজিত করেন তিনি।

কে/ডি

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মালদ্বীপে প্রেসিডেন্ট মুইজ্জুর দল পিএনসির বড় জয়
ইসরায়েল–ইউক্রেনকে সামরিক সহায়তা দিতে যুক্তরাষ্ট্রের পার্লামেন্টে বিল পাস
মুক্তির পর যে কারণে জাহাজ এমভি আবদুল্লাহকে ঘেরা হলো কাঁটাতারে
সোমালিয়ার জলদস্যুদের চেয়েও ভয়ংকর বিএনপি : পররাষ্ট্রমন্ত্রী
X
Fresh